Top
সর্বশেষ

খামারীদের সহজশর্তে ঋণ দিতে এফএফবির প্রকল্প ও এসডিসির চুক্তি

২৬ জুলাই, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ
খামারীদের সহজশর্তে ঋণ দিতে এফএফবির প্রকল্প ও এসডিসির চুক্তি
নিজস্ব প্রতিবেদক :

প্রাণীসম্পদ খামারীদের জন্য সহজশর্তে ঋণ সুবিধার্থে ইউএসএআইডি-র অর্থায়নে ACDI VOCA কতৃক পরিচালিত ফিড দ্য ফিউচার বাংলাদেশ লাইভস্টক এন্ড নিউট্রিশন এক্টিভিটি প্রকল্প ও ক্ষুদ্র-ঋণ প্রদানকারী সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)-র মধ্যে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ফরিদপুর, রাজবাড়ী, সাতক্ষীরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কক্সবাজার ও বান্দরবান জেলার প্রাণীসম্পদ খামারিদের গবাদিপ্রাণি মোটাতাজাকরণে সহায়তা ও দুগ্ধ খামার প্রতিষ্ঠায় সহজলভ্য ঋণ সহায়তা নিয়ে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।

এই প্রকল্পে এসডিসির উদ্দেশ্য হলো বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের প্রাণীসম্পদ খামারীদের জন্য উন্নত অর্থনৈতিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা। এই লক্ষ্যে ইউএসএআইডি-র সহযোগিতায় এসডিসি শুধুমাত্র প্রাণীসম্পদ খামারীদের জন্য আলাদা ও ঝুঁকিমুক্ত নতুন ঋণ প্রনয়ণ ও প্রদান করবে।

এই চুক্তির মাধ্যমে এসডিসি চারটি প্রাণীসম্পদ সম্পর্কিত পণ্যের প্রসার, সম্ভাব্য ঋণগ্রহীতার জন্য উঠান বৈঠকের পরিচালনা, বৃহৎ ঋণ এর প্রক্রিয়াকরণের সময় কমিয়ে নিয়ে আসা ও প্রাণিসম্পদ খামারিদের খামার ব্যবস্থাপনা ও প্রাণীসম্পদ সংশ্লিষ্ট ঋণসুবিধার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবে। এছাড়াও সহজ শর্তে ক্ষুদ্র-ঋণ সুবিধার মাধ্যমে গ্রামীন মহিলা প্রাণীসম্পদ খামারীদের গবাদিপ্রাণির সংখ্যা বৃদ্ধি ও সহজেই ঝুঁকিমুক্ত ঋণ পাওয়ার সুবিধা তৈরি করে তাদের বাড়তি আয় করার সুযোগ সৃষ্টি হবে।

শেয়ার