Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

করোনার টিকাকে বৈশ্বিক পণ্য ঘোষণার দাবি শতাধিক বিশ্ব নেতার

০৯ জুলাই, ২০২০ ১২:৩৭ অপরাহ্ণ
করোনার টিকাকে বৈশ্বিক পণ্য ঘোষণার দাবি শতাধিক বিশ্ব নেতার

করোনাভাইরাস নির্মূলে কার্যকরী টিকা এখনও পাওয়া যায়নি। এমনকি ওষুধও নেই। তবে টিকা তৈরির পর তা যেন বিশ্বের সবার কাছে পৌঁছায়, সেই দাবি জানিয়ে ক্যাম্পেইন শুরু করেছে নোবেল পদক জয়ীসহ শতাধিক বিশ্ব নেতা।

করোনার টিকাকে বাণিজ্যিক স্বার্থমুক্ত রাখতে শান্তিতে নোবেল জয়ী বাংলাদেশের অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগে গত শুক্রবার ‘দ্য ডিক্লেয়ার কোভিড-১৯ ভ্যাকসিন এ গ্লোবাল কমন গুড নাউ’ ক্যাম্পেইন শুরু হয়। যাতে অংশ নিয়েছেন আর্চবিশপ ডেসমন্ড তুতু, মালালা ইউসুফজাই, ইরানিয়ান রাজনৈতিক অ্যাক্টিভিস্ট ও আইনজীবী শিরিন এবাদি, পোল্যান্ডের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিক প্রেসিডেন্ট লেচ ওয়ালেসাসহ ১৯ জন নোবেল পুরস্কার জয়ীরা।

করোনার টিকাকে বৈশ্বিক পণ্য ঘোষণার দাবি জানিয়ে এক বিবৃতিতে স্বাক্ষর করেছেন ৩৬ জন সাবেক রাষ্ট্রপ্রধান, রাজনীতিক, শিল্পী ও সমাজকর্মীসহ ১১৪ বিশ্ব নেতা। বিবৃতিতে বলা হয়েছে, করোনার সম্ভাব্য টিকা প্রচারণার কার্যকারিতা নির্ভর করে এর সর্বজনীনতার উপর। মহামারি একটি দেশের স্বাস্থ্যব্যবস্থার শক্তি ও দুর্বলতাগুলো পরিষ্কারভাবে সবার সামনে তুলে ধরে।

তারা বলেছেন, ‘করোনার টিকাকে বিশ্বব্যাপী বিনামূল্যে উৎপাদন ও বিতরণে এগিয়ে আসতে বিভিন্ন দেশের সরকার, ব্যবসা প্রতিষ্ঠান ও সামাজিক ব্যবসায়ীদের আহ্বান জানাচ্ছি।’ বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে আরও রয়েছেন মিখাইল গর্বাচেভ, মাহাথির মোহাম্মদের মতো বিশ্বনেতারা।

শেয়ার