Top

চুয়াডাঙ্গায় গৃহহীনদের মাঝে ভূমিসহ গৃহ প্রদান কার্যক্রমে জেলা ডিসি’র প্রেস ব্রিফিং

২১ জানুয়ারি, ২০২১ ৪:৪৬ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় গৃহহীনদের মাঝে ভূমিসহ গৃহ প্রদান কার্যক্রমে জেলা ডিসি’র প্রেস ব্রিফিং
চুয়াডাঙ্গা প্রতিনিধি :

‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গায় গৃহহীনদের মাঝে ভূমিসহ গৃহ প্রদান কার্যক্রমে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারী) বেলা সাড়ে ১২ টার সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রেস ব্রিফিং করেছেন।

মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভূমিহীন এবং গৃহহীনদের মাঝে ভূমিসহ গৃহ প্রদান কার্যক্রমের প্রথম পর্যায়ে নির্মিত গৃহ সমূহ মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২৩ জানুয়ারী  হস্তান্তর করবেন।  এ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আশ্রয়ন প্রকল্প ২ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক জনাব মোঃ নজরুল ইসলাম সরকার।

প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে চুয়াডাঙ্গা জেলায় ১৩৪ জন ভূমিহীনের মাঝে ভূমিসহ গৃহ হস্তান্তর করা হবে বলে জানান জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন, চুয়াডাঙ্গা সদর নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান সহ জেলা কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ।

শেয়ার