Top
সর্বশেষ

ফের কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি

২৮ জুলাই, ২০২২ ৪:৫৯ অপরাহ্ণ
ফের কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকে আবারও সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, দুপুর দুইটার আগে কোনও সাংবাদিক গভর্নর ভবনে প্রবেশ করতে পারবে না। আব্দুর রউফ তালুকদার কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে যোগদানের পর বৃহস্পতিবার (২৮ জুলাই) এমন নির্দেশনা দেওয়া হলো।

জানা গেছে, এই সিদ্ধান্তের পর বাংলাদেশ ব্যাংকের সব কর্মসূচি বয়কটের কথা ভাবছেন ব্যাংক বিটের সাংবাদিকরা।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও নির্বাহী পরিচালক জিএম আবুল কালাম আজাদ বলেন, তিনিও শুনেছেন দুপুর দুইটার আগে কোনও সাংবাদিক গভর্নর ভবনে প্রবেশ করতে পারবেন না, এরকম একটি সিদ্ধান্ত হয়েছে। তবে কী কারণে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে,তা তিনি জানেন না।

এর আগে ২০১৬ সালের ফজলে কবির নতুন গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার পর ওই বছরের ২৩ মার্চ বাংলাদেশ ব্যাংকের ভেতরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিলেন তিনি।

 

বিপি/ এমএইচ

শেয়ার