Top
সর্বশেষ
ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব

গাজীপুরে গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

২১ জানুয়ারি, ২০২১ ৫:৪৬ অপরাহ্ণ
গাজীপুরে গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ভাওয়াল সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, মুজিব শতবর্ষে আগামী ২৩ জানুয়ারী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৬৬ হাজার ১ শত ৮৯ পরিবারকে ভূমি ও একক গৃহ প্রদান এবং ৩ হাজার ৭ শত ১৫ পরিবারকে জমিসহ ব্যারাক উদ্বোধন করবেন। এরই অংশ হিসাবে গাজীপুর জেলায় ২৮৫ টি ভুমিহীন পরিবারের মধ্যে ১ ম পর্যায়ে ২১০ টি ঘরের মধ্যে ১১৪ টি ঘরের নির্মান কাজ এবং ১১৭ টি ঘরের কবুলিয়ত দলিল ও নামজারি সম্পন্ন হয়েছে।

শ্রীপুর ২০ টি, কাপাসিয়া ৪২ টি ও কালিয়াকৈর ৫৪ ঘরের কবুলিয়ত দলিল ও নামজারির কাগজপত্র ও গৃহ প্রদানের সনদপত্র হস্তান্তর অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। গাজীপুর সদর ও কালিগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মানের প্রস্ততি চলছে। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার