Top

গাজীপুরে গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

২১ জানুয়ারি, ২০২১ ৫:৪৬ অপরাহ্ণ
গাজীপুরে গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ভাওয়াল সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, মুজিব শতবর্ষে আগামী ২৩ জানুয়ারী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৬৬ হাজার ১ শত ৮৯ পরিবারকে ভূমি ও একক গৃহ প্রদান এবং ৩ হাজার ৭ শত ১৫ পরিবারকে জমিসহ ব্যারাক উদ্বোধন করবেন। এরই অংশ হিসাবে গাজীপুর জেলায় ২৮৫ টি ভুমিহীন পরিবারের মধ্যে ১ ম পর্যায়ে ২১০ টি ঘরের মধ্যে ১১৪ টি ঘরের নির্মান কাজ এবং ১১৭ টি ঘরের কবুলিয়ত দলিল ও নামজারি সম্পন্ন হয়েছে।

শ্রীপুর ২০ টি, কাপাসিয়া ৪২ টি ও কালিয়াকৈর ৫৪ ঘরের কবুলিয়ত দলিল ও নামজারির কাগজপত্র ও গৃহ প্রদানের সনদপত্র হস্তান্তর অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। গাজীপুর সদর ও কালিগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মানের প্রস্ততি চলছে। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার