চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৯শে জুলাই) বেলা সাড়ে ১২টার সময় এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত মাধবখালী বিওপির ৪ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ১ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের ঈদগাহ মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিচালনাকালে মালিকবিহীন অবস্থায় ৪৩৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়