Top
সর্বশেষ
ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব

গাজীপুরে দেড় হাজার বোতল ফেন্সিডিলসহ আটক ২

২১ জানুয়ারি, ২০২১ ৭:০০ অপরাহ্ণ
গাজীপুরে দেড় হাজার বোতল ফেন্সিডিলসহ আটক ২
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে ১৫ শ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২০ জানুয়ারি) রাতে জেলার কালিয়াকৈর উপজেলার গোয়াল বাথান এলাকা থেকে তাদেরকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলো, নারায়গঞ্জের ফতুল্লার পশ্চিম মাজদাইর এলাকার ভাড়াটিয়া লালমনিরহাট জেলার আদিতমারী বিন্নাগারী এলাকার মো: হোসেনের ছেলে সেলিম (৩২) এবং একই এলাকার ভাড়াটিয়া নরসিংদী জেলার পলাশ থানার চরসিন্দুর এলাকার মৃত আ: সাত্তার মিয়ার ছেলে কাওসার মিয়া (৪০)।

গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রাসেল শেখ সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈর গোয়াল বাথান এলাকায় অভিযান চলানো হয়। অভিযানে একটি কভার্ডভ্যানের ভেতরে আলাদাভাবে ওয়েলডিংয়ের ঝালাই করা একটি গোপন টিনের বক্স থেকে ১৫শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এসময় কাভার্ডভ্যানচালকসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকগুলো লালমনিরহাটের আদিতমারী থেকে বিক্রির উদ্দেশ্যে নারায়গঞ্জ নেয়া হচ্ছিল।

গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাদে মাদক ব্যবসায় জড়িত আরো কয়েক জনের নাম উল্লেখ করেছে। মাদকের উৎস তদন্ত করে জড়িত অন্যান্যদের গ্রেফতার চেষ্টা চলছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার