চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের নিহত ১১ জনের লাশ পরিবারের কাছে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। শুক্রবার (২৯ জুলাই) রাত ১০টার পর চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চত্তরে জেলা পরিষদের প্রশাসক এম এ সালামের উপস্থিতিতে নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এম এ সালাম বলেন, ‘এক সাথে এতগুলো তরুণ প্রাণ চলে গেলো। এটা খুবই মর্মান্তিক ঘটনা। আমরা পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করেছি। এই ঘটনায় তদন্ত সংস্থাগুলো নিষ্ঠার সাথে তদন্ত/করবে বলেই বিশ্বাস। আমি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’ এসব অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী, হাটহাজারীর উপজেলা চেয়ারম্যান রাশেদুল আলম প্রমুখ।
নিহতরা হলেন- হাটহাজারী উপজেলার আজিম সাব রেজিস্টার বাড়ির হাজী মো. ইউসুফের ছেলে মাইক্রোচালক গোলাম মোস্তফা নিরু (২৬), চিকনদন্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. মো. ইলিয়াছ ভুট্টোর ছেলে মোহাম্মদ হাসান (১৭), একই ইউনিয়নের খোন্দকার পাড়ার আবদুল হামিদের ছেলে জিয়াউল হক সজীব (২২), ৮ নম্বর ওয়ার্ডের আজিজ মেম্বার বাড়ির জানে আলমের ছেলে ওয়াহিদুল আলম জিসান (২৩), মজিদ আব্বাস চৌধুরী বাড়ির বাদশা চৌধুরীর ছেলে শিক্ষক রিদুয়ান চৌধুরী (২২), পারভেজের ছেলে সাগর (১৭) ও একই এলাকার আবদুল ওয়াদুদ মাস্টার বাড়ির আবদুল মাবুদের ছেলে ইকবাল হোসেন মারুফ (১৭), ৬ নম্বর ওয়ার্ডের মোজাফফর আহমেদের ছেলে মোসহাব আহমেদ হিসাম (১৬), আব্দুল আজিজ বাড়ির মৃত পারভেজের ছেলে তাসমির হাসান (১৭), মনসুর আলমের ছেলে মো. মাহিম (১৭), ২ নম্বর ওয়ার্ডের আবু মুসা খানের বাড়ির মোতাহের হোসেনের ছেলে মোস্তফা মাসুদ রাকিব (১৯)।
এদিকে লাশ হস্তান্তরের সময় রেলওয়ে থানা এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ হয়। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। একে একে ১১টি অ্যাম্বুলেন্সে করে এসব লাশ বাড়িতে নিয়ে যান স্বজনরা।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো. নাজিম উদ্দিন বলেন, ‘থানায় লাশ আনার পর এগুলো শনাক্ত করা হয়। এর আগে এসব লাশের সুরতহাল করা হয়। পরে নিহতদের স্বজনদের লিখিত আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়।’
এরআগে, শুক্রবার (২৯ জুলাই) দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেন মিরসরাইয়ে পর্যটক বহনকারী একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। হাটহাজারীর আমান বাজার এলাকায় অবস্থিত আর অ্যান্ড কোচিং সেন্টার থেকে মিরসরাইয়ে মাইক্রোবাসে করে বেড়াতে গিয়েছিলেন শিক্ষক ও শিক্ষার্থীরা। মাইক্রোবাসে ১৮ জন ছিলো, এ ঘটনায় আহত সাত জন চমেক হাসপাতালে চিকিৎসাধীন।