Top
সর্বশেষ

একজন আইসিইউতে, ভালো নেই আহতরা

৩০ জুলাই, ২০২২ ৪:১০ অপরাহ্ণ
একজন আইসিইউতে, ভালো নেই আহতরা
নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় আহতরা ভালো নেই। ভয়াবহ এই দুর্ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ৭ জনের কারও ভেঙে গেছে হাত, কারও ভেঙেছে পা। কয়েকজনের মাথায় হয়েছে একাধিক সেলাই। আহতদের মধ্যে তাসমির হাসানের অবস্থা বেশি খারাপ। তাকে দুপুরে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ থেকে আইসিইউতে নেওয়া হয়েছে। তাসমির এবারের এসএসসি পরীক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এস এম নোমান খালেদ চৌধুরী বলেন, ‘আহতদের মধ্যে একজনের অবস্থা খারাপ। তাই তাকে দুপুর ১টার দিকে ওয়ার্ড থেকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। আহতদের সুস্থ করে তুলতে সব উদ্যোগ নেয়া হয়েছে।’

শনিবার দুপুর পর্যন্ত চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে পাঁচ জন ভর্তি রয়েছেন। আরেকজন ভর্তি আছেন হাসপাতালের ২৪ নম্বর সার্জারী ওয়ার্ডে। হাসপাতালে চিকিৎসাধীন বাকিরা হলেন -তৌকিদ ইবনে শাওন (২০), মোঃ মাহিম (১৮), মোঃ সৈকত (১৮), তানভীর হাসান হৃদয় (১৮), মোঃ ইমন (১৯) এবং আয়াতুল ইসলাম (২০)। আহতদের সবাই চট্টগ্রামের হাটহাজারীর আমান বাজারের খন্দকিয়া এলাকার বাসিন্দা।

 

বিপি/ আইএইচ

শেয়ার