Top

সুষ্ঠুভাবে জাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

৩১ জুলাই, ২০২২ ৩:২৪ অপরাহ্ণ
সুষ্ঠুভাবে জাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের (সি ইউনিট) পরীক্ষার মধ্য দিয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

রবিবার (৩১ জুলাই) সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। বিকাল সোয়া চারটায় ৫ম শিফটের মধ্য দিয়ে প্রথম দিনের পরীক্ষা শেষ হবে।

জানা যায়, এ বছর ভর্তি পরীক্ষায় মোট পাঁচটি ইউনিটে বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৮৮৯টি আসনের বিপরীতে অংশগগ্রহণ করবে ২ লাখ ৮৪ হাজার ৬০৬ জন ভতি-ইচ্ছুক। সে অনুযায়ী প্রতিটি আসনের বিপরীতে লড়বে ১৫১ জন। তবে প্রথম দিন অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের পরীক্ষায় ৪৬৬টি আসনের বিপরীতে লড়াই করছেন ৫৩ হাজার ৪৩০ জন। সে অনুযায়ী এই ইউনিটে প্রতি আসনে লড়াই করছেন মোট ১১৫ জন শিক্ষার্থী।

এবিষয়ে উপাচার্য ড.নুরুল ইসলাম বলেন, ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করছে। উপস্থিতির হার মোটামুটি ভালো। প্রথম শিফটের তথ্য অনুযায়ী উপস্থিতির হার ৮৫ শতাংশ।

এবারের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ আগস্ট ‘বি’ ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের, ২ আগস্ট ‘এ’ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র, ৩ আগস্ট প্রথম শিফটে ‘এ’ ইউনিট এবং অন্য পাঁচ শিফটে ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদের, ৪ আগস্ট প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিফটে ‘ডি’ ইউনিট এবং অন্য দুই শিফটে ‘ই’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিষ্ট্রেশনের পরীক্ষার মধ্যে দিয়ে এ বছরের ভর্তি পরীক্ষা সমাপ্ত হবে।

এবার ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটে ৫৩ হাজার ৪৩০ জন, ‘বি’ ইউনিটে ৪৮ হাজার ৩৪৮ জন, ‘এ’ ইউনিটে ৭৬ হাজার ৩৭৯ জন, ‘ডি’ ইউনিটে ৮৭ হাজার ৭২৮ জন এবং ‘ই’ ইউনিটে ১৮ হাজার ৭২১ জন ভর্তি-ইচ্ছুক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

শেয়ার