Top

ট্রেন দুর্ঘটনায় হতাহত ১৭ পরিবারকে অর্থসহায়তা

৩১ জুলাই, ২০২২ ৪:৫৩ অপরাহ্ণ
ট্রেন দুর্ঘটনায় হতাহত ১৭ পরিবারকে অর্থসহায়তা
নিজস্ব প্রতিবেদক :

মিরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাসের সংঘর্ষে হতাহত ১৭ পরিবারকে অর্থসহায়তা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারে গিয়ে সরাসরি সহায়তার এ অর্থ তুলে দেন হাটহাজারীর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলম।

রোববার (৩১ জুলাই) সকাল থেকে সংঘর্ষের ঘটনায় নিহত ১১ ও আহত ছয়জনের প্রত্যেকের পরিবারে গিয়ে নগদ অর্থসহায়তা দেওয়া হয়।

সহায়তা প্রদানকালে ইউএনও মো. শাহিদুল আলম জানান, ট্রেন দুর্ঘটনায় সাতজন আহত হওয়ার কথা বলা হলেও হাটহাজারীতে ছয়জন পাওয়া গেছে।

ইউএনও বলেন, সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয় নিহত প্রত্যেকের দাফন-কাফন খরচ হিসেবে ২৫ হাজার টাকা এবং আহত প্রত্যেকের চিকিৎসায় ১৫ হাজার টাকা করে অর্থসহায়তা দিয়েছেন। আজ সকাল থেকে প্রত্যেকের ঘরে গিয়ে আমরা সহায়তার অর্থ তুলে দিয়েছি।

এ সময় প্রত্যেক পরিবারকে সমবেদনা জানিয়ে শাহিদুল আলম বলেন, যে ক্ষতি হয়েছে, তা পূরণ হবার নয়।

গত শুক্রবার (২৯ জুলাই) দুপুরে মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় মহানগর প্রভাতী ট্রেন ও পর্যটকবাহী মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় ১১ জন নিহত হন। এরই মধ্যে তাদের মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে খৈয়াছড়া রেলক্রসিং এলাকার গেটকিপার সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি তাকে দায়িত্ব থেকে বরখাস্ত করে রেল কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় গেটম্যান সাদ্দাম ওই লেভেল ক্রসিংয়ে ছিলেন না। তিনি জুমার নামাজ পড়তে গিয়েছিলেন।

এদিকে, কমিটি গঠনের পরই ঘটনার মূল সত্যতা খুঁজে বের করতে তদন্ত কাজ শুরু হয়েছে বলেজানিয়েছেন কমিটির প্রধান মো. আনছার আলী।

 

বিপি/ আইএইচ

শেয়ার