Top
সর্বশেষ

পাবনার চাটমোহরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

৩১ জুলাই, ২০২২ ৭:৪১ অপরাহ্ণ
পাবনার চাটমোহরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
পাবনা প্রতিনিধি :

পাবনার চাটমোহরে উপজেলায় জমিতে পাট কাটার সময় বজ্রপাতে দুই কৃষি শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (৩১ জুলাই) দুপুর আড়াইটার দিকে কচুগাড়ি মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ি গ্রামের মৃত শওকত আলীর ছেলে সাইফুল ইসলাম (৪৫) ও মফিজ উদ্দিনের ছেলে রেজাউল করিম (৩৮)।

ফৈলজানা ইউপি চেয়ারম্যান মো. হাফিজুর রহমান জানান, ওই দুইজন জমিতে পাট কাটছিলেন। এরমধ্যে দুপুরে আকাশে মেঘ জমে বজ্রবৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, জমিতে পাট কাটার সময় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার