Top
সর্বশেষ

জাবিতে মাস ব্যাপী কালো ব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা

০১ আগস্ট, ২০২২ ১২:৩৭ অপরাহ্ণ
জাবিতে মাস ব্যাপী কালো ব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক :

জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত কালো ব্যাজ ধারণ কর্মসূচির উদ্বোধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো নূরুল আলম।

সোমবার (১ আগস্ট) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, ‘বিপথগামী কতিপয় সেনা কর্মকর্তা কতৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স-পরিবারে হত্যা ইতিহাসের নৃশংস ঘটনা। সেই সময়ে সৌভাগ্যবশত বঙ্গবন্ধুর দুই কন্যা বিদেশ থাকায় প্রাণে বেঁচে যান। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়নের পথে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগী হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠন করতে চাই।’

কালো ব্যাজ ধারণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে উপ উপাচার্য অধ্যাপক শেখ মো মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক অধ্যাপক ড. রাশেদা আখতার, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, রেজিস্ট্রার রহিমা কানিজ প্রমুখ।

শেয়ার