জিম্বাবুয়ের দেয়া ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ রানে ম্যাচ হেরেছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে জিম্বাবুয়ে।
আশা জাগিয়েও শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতায় আরও একবার হার সঙ্গী হল বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ হেরেছে ১০ রানে। এর ফলে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের দেয়া ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাচের দ্বিতীয় ওভারে বিপর্যয় শুরু হয় সফরকারী দলের। আগের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখান লিটন দাসকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু আনেন ভিকটর নিয়াউচি। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ৬ বলে ১৩ রান।
পরের ওভারেই নিয়াউচির দ্বিতীয় শিকার হয়ে ২ রানে থেমে যায় অভিষিক্ত পারভেজ হোসেন ইমনের ইনিংসের চাকা।
বড় ইনিংস খেলতে ব্যর্থ হন এনামুল হক বিজয়ও। ১৩ বলে ১৪ রানে মাধেভেরের বলে স্টাম্প হারিয়ে সাজঘরের পথ ধরেন তিনি। আর তাতেই পতন ঘটে বাংলাদেশের তৃতীয় উইকেটের।
এরপর ইনিংস মেরামতের দায়িত্বভার কাঁধে তুলে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত।
১৬ রানের জুটির পর শান্তকে বিদায় নিতে হয় শন উইলিয়ামসের শিকার হয়ে। ৬০ রান তুলতে পতন ঘটে বাংলাদেশের চতুর্থ উইকেটের।
উইকেটের একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যাওয়া রিয়াদ থামেন ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে ২৭ বলে ২৭ করে।
শেষ বলে আফিফ হোসেন ও মাহেদী হাসান জয়ের সুবাস এনে দিয়েছিলেন বাংলাদেশকে কিছু সময়ের জন্য। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলেই থেমে যায় বাংলাদেশের রানের চাকা।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশি স্পিনারদের সামনে হিমশিম খেতে থাকেন জিম্বাবুয়ের ব্যাটাররা। ৬৭ রানে ৬ উইকেট হারিয়ে শঙ্কা জাগে তাদের শতরানের নিচে গুটিয়ে যাওয়ার।
সেখান থেকে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন রায়ান বার্ল। তার ঝড়ো ফিফটি ও লুক জঙ্গওয়ের ক্যামিওতে দেড় শ ছাড়ায় স্বাগতিক দল। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সামনে ১৫৬ রানের পুঁজি দাঁড় করায় জিম্বাবুয়ে।
বিপি/ এমএইচ