Top
সর্বশেষ

ময়মনসিংহে কোথাও কোথাও নেয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া

০৬ আগস্ট, ২০২২ ৩:৪৬ অপরাহ্ণ
ময়মনসিংহে কোথাও কোথাও নেয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া
রাকিবুল হাসান রুবেল, ময়মনসিংহ :

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলেও প্রথম দিনে ময়মনসিংহে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। আগের ভাড়ায় দুরপাল্লার বাসগুলো যাত্রী পরিবহন করলেও কিছু কিছু লোকাল বাসে বেশি ভাড়া নেয়ার অভিযোগ করছে যাত্রীরা।

যাত্রীরা অভিযোগ, সকাল থেকে মাসকান্দা আন্ত: জেলা বাসস্ট্যান্ড থেকে দুরপাল্লা বাসগুলো পূর্বের ভাড়ায় যাত্রী পরিবহন করছে। তবে লোকাল বাস এবং অন্যান্য যানবাহনগুলোতে কিছুটা বেশী ভাড়া নেওয়া হচ্ছে।

বাসের চালক ও হেলপাররা জানান, মালিক সমিতি সরকারের সাথে ভাড়া বৃদ্ধি নিয়ে বিকেলে আলোচনায় বসার কথা রয়েছে। তাই মালিক সমিতির নেতৃবৃন্দের নির্দেশে পূর্বের ভাড়াই যাত্রী পরিবহন করছেন তারা।

ময়মনসিংহ পাটগুদাম ব্রিজ মোড় ও মাসকান্দা বাসস্ট্যন্ড এলাকায় গিয়ে দেখা যায়, ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এনা পরিবহন আগের ২শ ৬০ টাকায় ভাড়ায় যাত্রী পরিবহন করছে। এছাড়াও ময়মনসিংহ থেকে উত্তরবঙ্গ ও বিভিন্ন দূরপাল্লার বাসে যাত্রীদের কাছ থেকে আগের ভাড়ায় নেওয়া হচ্ছে।

তবে পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকা থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ, ভৈরব নেত্রকোনাসহ বিভিন্ন উপজেলায় চলাচলকারী বাসগুলো এবং অন্যান্য যানবাহনগুলোতে যাত্রী পরিবহনে ১৫ থেকে ২০ টাকা বেশি ভাড়া নেওয়া হচ্ছে।

এদিকে, জ্বালানী তে‌লের মূল‌্য বৃদ্ধির খব‌রে শুক্রবার রাত ১২ টার আগ পর্যন্ত জেলার বিভিন্ন ফি‌লিং স্টেশ‌নগু‌লো‌তে তেল নিতে ভীড় দেখা গেলেও শনিবার সকাল থেকে নতুন দামে তেল বিক্রির কার্যক্রম স্বাভাবিক ভাবেই চলছে তবে পেট্রোল পাম্পগুলো গাড়ির চাপ অনেকাংশে কম।

উল্লেখ্য, শুক্রবার (৫ আগস্ট) রাতে হঠাৎ জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। রাত ১০টায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।

শেয়ার