কেশবপুরে ভুল অপারেশনে সিমা খাতুন (২৫) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় কেশবপুর সার্জিক্যাল ক্লিনিকে তার অপারেশন করানো হয়। পরিবারের অভিযোগ, নির্ধারিত ডাক্তার দিয়ে অপারেশন না করিয়ে অন্য ডাক্তার দিয়ে সিজার করানোর কারণেই অপারেশন থিয়েটারেই সিমা খাতুন মারা গেছেন। তবে ক্লিনিক কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছেন।
জানা গেছে, উপজেলার মঙ্গলকোট উত্তরপাড়া গ্রামের শহিদুল ইসলাম ওরফে শহিদুল্লাহর স্ত্রী সিমা খাতুন (২৫) প্রসব জনিত কারণে শুক্রবার দুপুরে হাসপাতাল সড়কের কেশবপুর সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি হন। শুক্রবার সন্ধ্যায় ক্লিনিকে প্রসূতি সিমার সিজারিয়ান অপারেশন করা হয়। এ সময় তিনি একটি মেয়ে সন্তান জন্ম দেন। অপারেশনের পরেই সিমার মৃত্যু হয়।
সিমার স্বামী শহিদুল ইসলাম বলেন, তার স্ত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল সার্জন (এমএস) ডাক্তার আবুল কালাম আজাদের মাধ্যমে সিজারিয়ান অপারেশন করানোর কথা ছিল। কিন্তু ওই ডাক্তার আসার আগেই অন্য ডাক্তার দিয়ে তার স্ত্রীকে ভুল অপারেশন করানোই অপারেশন থিয়েটারে সিমার মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের ভুল অপারেশনের কারণে আর কোন প্রসূতির যেন মৃত্যু না হয় সেজন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ক্লিনিকের মালিক আজিজুর রহমান বলেন, খুমেক হাসপাতালের এমএস ডাক্তার আবুল কালাম আজাদ প্রসূতি সিমা খাতুনকে অপারেশন করেন। এছাড়া তাকে অজ্ঞান করেন এ্যানেস্তেসিয়া ডাক্তার অঞ্জলী রায়। প্রসূতি একটি কন্যা সন্তান প্রসবের পর তাকে পোস্টঅপারেটিভ রুমে নেয়া হয়। রাত ৮টার দিকে প্রেসার ফল্ট করায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল সার্জন (এমএস) ডাক্তার আবুল কালাম আজাদ বলেন, তিনি নিজেই সিমা খাতুনকে সিজারিয়ান অপারেশন করান। অপারেশনের সময় সিমা খাতুন সুস্থ ছিলেন। কোন ভুল অপারেশন হয়নি। অপারেশনের পরেই তিনি ক্লিনিক থেকে চলে আসেন। পরে জানতে পারেন ওই প্রসূতি মারা গেছেন।