Top
সর্বশেষ

সাপ্তাহিক দর পতনের শীর্ষে অলটেক্স ইন্ডাস্ট্রিজ

২২ জানুয়ারি, ২০২১ ৪:৪১ অপরাহ্ণ
সাপ্তাহিক দর পতনের শীর্ষে অলটেক্স ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৬ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ১ কোটি ২৬ লাখ ২৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৫ লাখ ২৫ হাজার ৬০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লাফার্জ হোলসিমের দর কমেছে ১৫ দশমিক ৩৩ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১৯৬ কোটি ৩১ লাখ ২১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৯ কোটি ২৬ লাখ ২৪ হাজার ২০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সাভার রিফ্রাক্টরিজের দর কমেছে ১৪ দশমিক ৯৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫৪ লাখ ৩৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০ লাখ ৮৬ হাজার ৮০০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ১৩ দশমিক ৮৬ শতাংশ, এপোলো ইস্পাতের ১৩ দশমিক ৪৮ শতাংশ, জুট স্পিনার্সের ১২ দশমিক  ৪৯ শতাংশ, মিথুন নিটিংয়ের ১২ দশমিক ১২ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ১২ শতাংশ, রবি আজিয়াটার ১১ দশমিক ৯৮ শতাংশ এবং ডেল্টা স্পিনার্সের শেয়ার দর ১১ দশমিক ৪৯ শতাংশ দাম কমেছে।

শেয়ার