Top
সর্বশেষ

ঈশ্বরদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দোকান পুড়ে ছাই

০৮ আগস্ট, ২০২২ ৪:৩৮ অপরাহ্ণ
ঈশ্বরদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দোকান পুড়ে ছাই
পাবনা প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদীতে মিনি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জুয়েলার্স দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ সোমবার (০৮ আগস্ট) দুপুর ১ টা পাঁচ মিনিটের সময় ঈশ্বরদীর পৌর শহরের বাজার রোডের চাঁদ আলী মোড় নামক স্থানে রন্তা জুয়ের্লাস এর দোকানে মিনি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, দোকানে ব্যবহিত মিনি গ্যাস সিলিন্ডার থেকে এ আগুনের সুত্রপাত হয়।

এসময় রত্না জুয়েলার্স এর স্বত্বাধিকারী ও মৃত বলাই চন্দ্র কর্মকার এর ছেলে উজ্জল কর্মকার (৪৫) আগুনে পুড়ে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অগ্নিকাণ্ডের এঘটনার সময় পাশের দোকান মিঠু জুয়ের্লাস ও মল্লিক জুয়ের্লাস এর কিছু অংশ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি ক্ষতির পরিমাণ প্রায় ৯ লক্ষ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী ওয়্যারহাউজ ইন্সপেক্টর অপু জানান, আনুমানিক ১টা পাঁচ মিনিটের সময় এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে, ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় এক ঘন্টা বাজার রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শেয়ার