Top
সর্বশেষ

ঈশ্বরদীতে কোটি টাকার বিপুল পরিমাণ মাদক আলামত ধ্বংস 

০৯ আগস্ট, ২০২২ ৫:২৫ অপরাহ্ণ
ঈশ্বরদীতে কোটি টাকার বিপুল পরিমাণ মাদক আলামত ধ্বংস 
পাবনা প্রতিনিধি :
পাবনার ঈশ্বরদীতে প্রশাসনের অভিযানে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট, হেরোইন, ফেন্সিডিল, গাজা, দেশীয় মদ,  সরকার কতৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও মাছ ধরার জাল সহ প্রায় দেড় কোটি টাকা সমমূল্যের মাদক আলামত ধ্বংস করা হয়েছে। 
সোমবার (৮আগষ্ট) বিকেলে ঈশ্বরদীর পাকশী নতুন স্টেশন সংলগ্ন  পদ্মা নদীর ধারে ফায়ারিং স্পটের নিকট এসব মাদক ও আলামত ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা,  ফায়ার সার্ভিসের সদস্য, এবং বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তা।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার সাংবাদিকদের জানান, ঈশ্বরদী, আটঘড়িয়া, পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির বিভিন্ন অভিযান পরিচালনায় এ সকল মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনর অবৈধ দ্রব্যাদি উদ্ধার করা হয়।
শেয়ার