বিনিয়োগকারীদের সাথে প্রতারণা ও নানা অভিযোগে বন্ধ হয়ে যাওয়া ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শহিদুল্লাহ ও তার স্ত্রী (পরিচালক) নিপা সুলতানাসহ তিনজনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ (স্থগিত) করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার হিসাব স্থগিত করতে ব্যাংকগুলোতে চিঠি দিয়েছে। আগামী ৩০ দিন তাদের ব্যাংক হিসাবগুলোতে কোনো ধরনের লেনদেন করা যাবে না।
বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহর নিজ নিজ নামে অথবা স্বার্থসংশ্লিষ্ট অন্য কোন নামে পরিচালিত সব হিসাব মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় অবরুদ্ধ করার নির্দেশ দেয়া হলো। আগামী ৩০ দিন এসব হিসাবের লেনদেন অবরুদ্ধ থাকবে।
চিঠিতে ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ, পরিচালক নিপা সুলতানা নূপুর ও অপর পরিচালক ওয়াহিদুজ্জামানের নাম উল্লেখ করে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেয়া হয়।
এদিকে গতকাল মঙ্গলবার ক্রেস্ট সিকিউরিটিজ এমডি মো. শহিদুল্লাহর একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্যদিকে তার স্ত্রী নিপা সুলতানাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। এর আগে সোমবার দুপুরে লক্ষ্মীপুর-নোয়াখালী সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবির রমনা বিভাগ। এরপর পল্টন থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়।
ডিবির রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এইচ এম আজিমুল হক বলেন, শত শত গ্রাহকের টাকা আত্মসাৎ করে ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের মালিক মো. শহিদুউল্লাহ সস্ত্রীক আত্মগোপনে যান। প্রতারণার শিকার ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এর আগে গত ২৩ জুন বিনিয়োগকারীদের টাকা আত্মসাৎ করে গাঢাকা দেয় শেয়ার ও ইউনিট বেচাকেনার মধ্যস্থতাকারী ক্রেস্ট সিকিউরিটিজের মালিকরা। ওইদিন থেকে প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। এ ঘটনার পরপরই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দ্রুত পদক্ষেপ নেয়। তারা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) দুই প্রতিনিধিসহ তিন সদস্যের একটি কমিটি গঠন করে।