Top

পঞ্চাশ বছরেও বঙ্গমাতার জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়নি

১১ আগস্ট, ২০২২ ৫:০৮ অপরাহ্ণ
পঞ্চাশ বছরেও বঙ্গমাতার জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়নি

বাংলাদেশের এত চলচিত্র সরকারি অনুদান পায় অথচ বঙ্গমাতাকে প্রধান চরিত্র করে একটি চলচিত্র অনুদান পায়নি।
বিশেষ করে বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন সেই কঠিন সময় গুলো বঙ্গমাতা কিভাবে সামলে দল পরিচালনা করেছেন সেই ইতিহাস এখনো মানুষের অজানা! এর চেয়ে হতাশার আর কি হতে পারে।

যে ৬ দফার ওপর ভিত্তি করে দেশের স্বাধীনতা এসেছে। অথচ এই ৬ দফা কে ঘিরে কত ষড়যন্ত্র হয়েছে। ৬ দফাকে ১১ দফায় রূপান্তর করতে কত নীলনকশা করা হয়েছে। সে খবর অনেকেই রাখে না।

বঙ্গবন্ধুর ৬ দফা যেন ৬দফা ই হয় এজন্য পাহাড়সম দৃঢ়তা নিয়ে বঙ্গমাতা ৬ দফাকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। অথচ ৬ দফার ইতিহাস পর্যালোচনায় বঙ্গমাতার নাম খুব কমই আসে! এর চেয়ে ইতিহাসের বিরুদ্ধাচরণ আর কি হতে পারে।

৭ই মার্চের ভাষণের ওপর ভিত্তি করে দেশের স্বাধীনতা এসেছে। শুধু জাতির স্বাধীনতা নয়, ৭ই মার্চের ভাষণ আজ বিশ্বের কয়েকটি সেরা ভাষণের মধ্যে একটি। অথচ ৭ ই মার্চের ভাষণ বঙ্গবন্ধু কিভাবে কি বলবে, কতজনের উপদেশ, কতজনের চিরকুট।

সব কিছুকে সরিয়ে বঙ্গমাতা শান্ত অথচ দৃঢ়তার সাথে বঙ্গবন্ধুর কণ্ঠ দিয়ে কবিতার মতো এই ভাষণ শৃঙ্খলিত জাতির সামনে আনতে পেরেছিলেন।

অথচ ৭ই মার্চের ভাষণের অনুপ্রেরণাদায়ী শক্তির কথা আমরা সামনে নিয়ে আসি না।

বাংলাদেশকে যদি কোন একটি গানের সাথে তুলনা করা যায়। তাহলে এই গানের শিল্পী হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এই গানের গীতিকার হলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব।

বঙ্গমাতা না থাকলে এত দ্রুত স্বাধীনতা আসতো কি না ইতিহাস অবশ্যই একদিন তা পর্যালোচনা করবে।

শুভ জন্মদিন মা জননী, বঙ্গমাতা।

লেখক: রকিবুল ইসলাম ঐতিহ্য
সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও
সাবেক সদস্য, ডাকসু।

শেয়ার