Top

ইউক্রেন থেকে গম রপ্তানি শুরু

১২ আগস্ট, ২০২২ ৫:০২ অপরাহ্ণ
ইউক্রেন থেকে গম রপ্তানি শুরু
আন্তর্জাতিক ডেস্ক :

যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো ইউক্রেন থেকে গম রপ্তানি শুরু হলো। এরই মধ্যে গমবাহী একটি জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়েছে। জাতিসংঘ ও  তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তি সই হয়েছে। এর আওতায় মোট ১৪টি জাহাজ এখন পর্যন্ত ইউক্রেন ছাড়ল। কারণ এর আগে ১২টি জাহাজ অন্য খাদ্য পণ্য নিয়ে ইউক্রেন ছাড়ে। শুক্রবার (১২ আগস্ট) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

মন্ত্রণালয়টি জানিয়েছে, বেলিজ-পতাকাবাহী সোরমোভস্কি তিন হাজার ৫০ টন গম নিয়ে ইউক্রেনের চোরনোমর্স্ক বন্দর ছেড়েছে। এটির গন্তব্য তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় টেকিরদাগ প্রদেশ।

তাছাড়া মার্শাল দ্বীপ-পতাকাবাহী স্টার লরা ৬০ হাজার টন ভুট্টা নিয়ে ইরানের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। জাহাজটি ইউঝনি শহরের পিভডেনি বন্দর থেকে ছেড়েছে।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর কৃষ্ণ সাগরের সব বন্দর থেকে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে কয়েক দিন আগে থেকে শস্যবাহী জাহাজ ইউক্রেন ছাড়লেও এটিই গমের প্রথম চালান। বিশ্বের এক তৃতীয়াংশ গমের চাহিদা পূরণ হয় দেশ দুইটি থেকে।

গত মাসে হওয়া চুক্তির আওতায় সোমবার (১ আগস্ট) ইউক্রেনের ওডেসা বন্দর ছাড়ে শস্যবাহী প্রথম জাহাজ। রাশিয়ার হামলার পর সাগর পথে এত দিন ইউক্রেনের শস্য রপ্তানি বন্ধ ছিল।

সিয়েরা লিওনের পতাকাবাহী পণ্য বোঝাই প্রথম জাহাজ রেজোনি লেবাননের উদ্দেশ্যে ওডেসা বন্দর ছাড়ে। জাতিসংঘ এক বিবৃতিতে জানায়, জাহাজটি ২৬ হাজার টন ভুট্টা ছিল।

 

 

বিপি/ এমএইচ

শেয়ার