Top
সর্বশেষ

ঈশ্বরদীতে রেলওয়ে টিকিট কাউন্টারের সামনে থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

১৪ আগস্ট, ২০২২ ৬:২৮ অপরাহ্ণ
ঈশ্বরদীতে রেলওয়ে টিকিট কাউন্টারের সামনে থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
পাবনা প্রতিনিধি :

পাবনা ঈশ্বরদীতে রেলওয়ে টিকিট কাউন্টারের সামনে যাত্রীদের বসার বেঞ্চের উপর থেকে খোকন ঘোষ (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রবিবার ১৪ আগস্ট সকাল ৯ টায় রেলওয়ে টিকিট কাউন্টারের সামনে যাত্রীদের বসার বেঞ্চের উপর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে রেলওয়ে জি আর পি পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, নিহত খোকন ঘোষ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পারকোলা গ্রামে মামা ভাগ্নে মাজারের পাশে বড়ঘোষ বাড়ি মৃত গোপাল ঘোসের ছেলে। তিনি পেশায় একজন মুদি দোকানী ছিলেন।

এ দিকে নিহত খোকন ঘোষের একটি ছবি দিয়ে সৌরভ কুমার দেবনাথ নামক একটি ফেসবুক আইডি থেকে পোস্ট দিলে নিহতের মামা তো ভাই শ্রী সুমন ঘোষ ঈশ্বরদী জি আর পি থানায় এসে নিহতের লাশ সনাক্ত করে। এক পর্যায়ে সুমন ঘোষের সাথে কথা বললে তিনি বলেন আমার মামা গোপাল ঘোষ মারা যাওয়ার পর খোকন ঘোষ ১৯৮০-৮২ সালে ভারতে চলে যায়। নিহত খোকন নদীয়া জেলার রানাঘাটে বসবাস করতো। সে গত কোরবানির ঈদের সাত দিন পরে পরিবার কে না জানিয়ে বাংলাদেশে চলে আসে। সে ক্যান্সার রোগে আক্রান্ত ছিল। তিনি আরো জানান, খোকন ঘোষ বাসায় কাউকে না বলে চলে আসায় তার ছেলে ফেসবুকে একটি নিখোঁজ হওয়ার পোস্ট দিয়েছিলেন বলে জানান, মামাতো ভাই সুমন ঘোষ। তিনি আরো বলেন, তিনি বাংলাদেশে এসেছিল চিকিৎসা খরচের টাকার জন্য।

এ দিকে ঈশ্বরদী রেলওয়ে টিকিট কাউন্টারের সামনে দোকানদাররা জানান, সকাল ৮ টার দিকে চায়ের দোকানে চা খেতে এসেছিল। চা খেলে যাওয়ার আধা ঘন্টা পরে তিনি মারা যান। পরে দোকানদাররা ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ লাশটি উদ্ধার করেন।

এ দিকে ঈশ্বরদী রেলওয়ে জি আর পি থানার উপপরিদর্শক নাজিউর রহমান জানান, সকাল ৯ টায় রেলওয়ে স্টেশন মাষ্টার থানায় জানালে, আমরা তাৎক্ষণিকভাবে লাশটি উদ্ধার করে পরে পাবনা মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করি। এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে জি আর পি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশটি ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার