Top

চালক হত্যার পর পিকআপ ছিনতাই, গ্রেপ্তার ২

১৪ আগস্ট, ২০২২ ৭:৪৮ অপরাহ্ণ
চালক হত্যার পর পিকআপ ছিনতাই, গ্রেপ্তার ২
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার ভেড়ামারায় চালককে হত্যার পর পিকআপ ছিনতাইয়ের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগশন (পিবিআই)। একই সঙ্গে পিকআপ গাড়িটিও উদ্ধার করা হয়েছে।

রোববার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কুষ্টিয়ার পিবিআই এর পুলিশ সুপার শহীদ আবু সরোয়ার। এসময় তিনি হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন।

হত্যা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তাররা হলেন, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মওলা হাবাসপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে আরশাদুল ইসলাম (৩১) এবং একই গ্রামের ফেরদৌস আলীর ছেলে তরিকুল ইসলাম (২২)।

হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত গ্রেফতারকৃত আসামিদের দেখে নিহতের স্ত্রী রাশিদা খাতুন চরম ক্ষুব্ধ হয়ে উঠেন এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

নিহত পিকআপের মালিক ও চালকের নাম মিনারুল ইসলাম (৪৩)। সে যশোর সদর উপজেলার নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শহীদ আবু সরোয়ার বলেন, ১০ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে পিকআপ ছিনতাইয়ের উদ্দেশ্যে যশোর শহর থেকে মিনারুলের পিকআপটি ভাড়া করে। তারপর পিকআপ চালক মিনারুল ইসলামসহ আসামীরা কুষ্টিয়ার ভেড়ামারায় আসে। গাড়িটি ছিনতাইয়ের উদ্দেশ্যে মিনারুলের গলায়
গামছা পেঁচিয়ে ও মুখে স্কচটেপ লাগিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর ১১ আগস্ট দুপুরের দিকে ভেড়ামারার পাকশী ব্রিজের পাশে পদ্মা নদীতে হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো ও গলায় গামছা পেঁচানো অবস্থায় অজ্ঞাত লাশ উদ্ধার করে পুলিশ।

তিনি আরও বলেন, পরে ব্যুরো অব ইনভেষ্টিগশন (পিবিআই) পুলিশ তার পরিচয় শনাক্ত করেন। কুষ্টিয়ার পিবিআই এর পুলিশ সুপার শহীদ আবু সরোয়ারের দিকনির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক মনিরুজ্জামানের সার্বিক সহযোগিতায় হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং পিকআপ গাড়িটি উদ্ধার করা হয়। ১০ আগস্ট দিবাগত গভীর রাতে তাকে হত্যা করা হয়। প্রাথমিকভাবে গ্রেপ্তাররা ছিনতাই ও হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন।

লাশ উদ্ধারের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহতের পরিচয় নিশ্চিত হলে ১২ আগস্ট নিহতের স্ত্রী রাশিদা খাতুন ভেড়ামারা থানায় এজাহার দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে কুষ্টিয়ার পিবিআই পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পিকআপ গাড়িটি (ঢাকা মেট্রো: ন- ১৮-১১৮৫) উদ্ধার করে এবং হত্যার সঙ্গে জড়িত দুই জনকে গ্রেপ্তার করে। এদিকে এ ঘটনায় জড়িত ভেড়ামারা উপজেলার নতুনহাট গ্রামের আব্দুলের ছেলে তুফানকে (২২) গ্রেপ্তার করেছে কুষ্টিয়া জেলা পুলিশ।

নিহতের স্ত্রী রাশিদা খাতুন বলেন, আমার স্বামীর নিজের পিকআপ গাড়ি ছিল। সে নিজেই গাড়িটি ভাড়ায় চালাতেন। পূর্ব পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যার পর গাড়িটি ছিনতাই করে খুনিরা। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এখন আমাদের না খেয়ে মরে যাওয়া ছাড়া আর কোন উপায় নাই। স্বামীর উপার্জনের টাকায় আমাদের সংসার চলতো, খুনিরা তাকে হত্যা করে মারলো। আমি ছোট বাচ্চাদের নিয়ে কিভাবে সংসার চালাবো, তার কোনো কুল-কিনারা খুঁজে পাচ্ছিনা।

সংবাদ সম্মেলনে মামলার বাদি নিহত মিনারুলের স্ত্রী রাশিদা খাতুনসহ পরিবারের সদস্য, পিবিআইয়ের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার