Top
সর্বশেষ
হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা

আশুগঞ্জে প্রতিপক্ষের হামলায় উপজেলা চেয়ারম্যান নিহত

২৩ জানুয়ারি, ২০২১ ৩:৪২ অপরাহ্ণ
আশুগঞ্জে প্রতিপক্ষের হামলায় উপজেলা চেয়ারম্যান নিহত
অনলাইন ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জামাল মুন্সি নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাত জন।

শুক্রবার (২২ জানুয়ারি) রাত ১টায় উপজেলার চর চারতলায় এ হামলার ঘটনা ঘটে। জামাল মুন্সি আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মো. হানিফ মুন্সির ছোট ভাই। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে একই গ্রামের লতি গোষ্ঠীর লোকজন রাত ১টায় দেশীয় অস্ত্র নিয়ে জামাল মুন্সির ওপর অতর্কিত হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে আরো সাত জন আহত হন। আহত অবস্থায় জামালকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বাণিজ্য প্রতিদিনকে জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাত জনকে আটক করা হয়েছে। ফের যেন কোনো হামলার ঘটনা না ঘটে এ জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমএইচ/

শেয়ার