Top

নেত্রকোণায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭ আগস্ট, ২০২২ ৫:৩২ অপরাহ্ণ
নেত্রকোণায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নেত্রকোণা প্রতিনিধি :

শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় নেত্রকোণায় সচেতনতামূলক মতবিনিময় সভা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে (১৭ আগষ্ট) সকালে অনুষ্ঠিত হয়। জনাব দিলরুবা আহম্মেদ, পরিচালক ( উপ- সচিব) পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক জনাব অঞ্জনা খান মজলিশ।

শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প, পরিবেশ অধিদপ্তর এর বাস্তবায়নে ইকিউএমএস কনসালটিং লিমিটেড এবং বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর সহযোগিতায় নেত্রকোণা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সচেতনতামূলক মতবিনিময় সভায় ইকিউএমএস কনসালটিং লিমিটেড এর পরিবেশ পরামর্শক জনাব মোঃ মাসুম রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন, নেত্রকোণা সিভিল সার্জন জনাব মোঃ সেলিম মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ মনির হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার জনাব ফখরুজ্জামান জুয়েল, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব সাবিকুন্নাহার, প্যানেল মেয়র জনাব মহসিন মিয়া, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব এম. মুখলেছুর রহমান খান, জেলা মৎস্য কর্মকর্তা জনাব শাহজাহান কবির, ট্রাফিক পুলিশ পরিদর্শক জনাব মুহাঃ জহিরুল ইসলাম, নেত্রকোণা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিটু রায় সহ শিক্ষক-ছাত্র সহ নানা শ্রেণী-পেশার নেতৃবৃন্দ। নেত্রকোণা জেলা শহরের ৫ টি স্থানে শব্দ মাত্রা জরিপ করা এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিষয় নিয়ে অতিথিরা নানান বক্তব্য প্রদান করেন।

মতবিনিময় সভার মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল ৬৪ জেলায় শব্দ দূষণের প্রাথমিক তথ্য এর উপর জরিপ করা। বিভাগীয় শহরে পূর্বে জরিপকৃত ফলাফলের সাথে নতুন জরিপকৃত ফলাফলের উৎস চিহ্ণিত করা। শব্দদূষনের বিষয়ে জনসাধারনের মাঝে সচেতনতা বৃদ্ধি করা।শব্দ দূষণের নিয়ন্ত্রণে বিশেষজ্ঞদের মতামত নেয়া ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়ন করা।

শেয়ার