Top

অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান: আটক ১৫ জন

১৮ আগস্ট, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ
অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান: আটক ১৫ জন
পাবনা প্রতিনিধি :

পাবনার চাটমোহরে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে থানা পুলিশের অভিযানে ১৫ জনকে আটক করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, চলনবিল অধ্যুষিত চাটমোহর থানাধীন হান্ডিয়াল ইউপি এলাকায় নদী ও বিলে প্রতিবছর বর্ষা মৌসুমে পার্শ্ববর্তী থানা এলাকার উঠতি বয়সী যুবকেরা নৌকা ভাড়া করে নৌকায় বক্স বাজিয়ে ও নারীদের নিয়ে গভীর রাত অবধি আমোদ ফুর্তি করে থাকে। এমন অভিযোগের ভিত্তিতে এলাকায় সামাজিক গণ উপদ্রব দেখা দিলে, বিষয়টি পুলিশ সুপার মহোদয়ের নজরে এলে তিনি এরুপ অসামাজিক কার্যকলাপ বন্ধ করার জন্য বিভিন্ন রকম দিক নির্দেশনা প্রদান করেন ।

উক্ত নির্দেশনার অংশ হিসেবে অদ্য ইং ১৮-৮-২০২২ তারিখ রাত্রি ১২.৩০ ঘটিকার সময় ভাঙ্গুরা থানা এলাকার কিছু উঠতি বয়সি যুবকেরা বক্স ও নারী সহ নৌকায় উঠে আমোদ ফুর্তি করার জন্য চাটমোহর থানাধীন হান্ডিয়াল পাকপাড়া কাটা নদীর পাড়ে উপস্থিত হলে, গোপন সংবাদ পেয়ে হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের এসআই শাহিন আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ০২ জন নারীসহ ১৫ জনকে আটক করে। অতঃপর বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার