Top

কুষ্টিয়ায় ছাত্রলীগ নেতাকর্মীদের মারপিটের অভিযোগ

১৯ আগস্ট, ২০২২ ৬:৪৭ অপরাহ্ণ
কুষ্টিয়ায় ছাত্রলীগ নেতাকর্মীদের মারপিটের অভিযোগ
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের শোকসভায় যাওয়ার পথে কুমারখালী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের উপর অতির্কিত হামলা ও মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ উঠেছে মীর মশাররফ হোসেন সেতুর টোল আদায়কারীদের বিরুদ্ধে। আজ শুক্রবার সকাল ১১ টার দিকে কুষ্টিয়া – রাজবাড়ি সড়কের কুমারখালীর মীর মশাররফ হোসেন সেতুর টোলপ্লাজা এলাকায় এঘটনা ঘটে।

হামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ আলম, কুমারখালী সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন পলাশ, ছাত্রলীগের কর্মী সম্রাট, অমিত, চয়নসহ ১০ থেকে ১৫ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে অন্তত তিনটি মোটরসাইকেল।

আহতদের মধ্যে চারজন কুষ্টিয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। অন্যনারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। বিকেলে এতথ্য নিশ্চিত করেছেন কুমারখালী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন।

তিনি বলেন, আজ জেলা ছাত্রলীগের শোকসভার কর্মসূচি ছিল। প্রায় ১৫০ টি মোটরসাইকেল নিয়ে আমরা সভায় যাচ্ছিলাম। সকাল ১১ টার দিকে টোলপ্লাজা এলাকায় পৌছালে কর্মচারীরা টোল দাবি করেন। আমরা বললাম অনুষ্ঠানে দেরি হয়েছে, আমরা ছাত্রলীগ করি, আমাদের ছেড়ে দেন। ছাত্রলীগ পরিচয় শুনে আরো বেশি চড়াও হয়। দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

তিনি আরও বলেন, হামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। তিনটি মোটরসাইকেল ভাংচুর হয়েছে।

হামলার ঘটনা স্বীকার করে উপজেলা ছাত্রলীগের সভাপতি জীবন হাসান সোহেল বলেন, আজ জেলা ছাত্রলীগের সভা ছিল। আমি গাড়ি নিয়ে আগে টোলপ্লাজা পাড় হয়ে চলে যায়। পরে শুনেছি টোলের লোকজন অতির্কিত হামলা করেছে। আমি আহতদের খোঁজখবর নিয়েছি। বিষয়টি নিয়ে সাংগঠনিকভাবে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এবিষয়ে মীর মশাররফ হোসেন সেতুর টোলপ্লাজার ইজারাদার পারভেজ আনোয়ার তনু মুঠোফোনে বলেন, কি কারণে সংঘর্ষ হয়েছে তা জানিনা। সেখানে সিসিটিভি আছে। ভিডিও ফুটেজ দেখলে বিস্তারিত জানা যাবে। তবে আমাদের অনেক কর্মচারি আহত আছেন। এখনই কিছু বলতে চাইনা।

টোল প্লাজার ম্যানেজার শামিম আহমেদ বলেন, টোল চাওয়াই ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর হামলা চালায়। তারা আমাদের বেধড়ক মারপিট করে। এতে টোল প্লাজায় কর্মরত দুজন আহত হয়েছেন। এসময় তারা টোল প্লাজার ক্যাশের টাকা লুটপাট করে। আমরা তাদের উপযুক্ত শাস্তি চাই।

এ বিষয়ে কথা বলার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি কল রিসিভ করেননি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ছাত্রলীগের সাথে টোল কর্মীদের হাতাহাতি হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার