চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে মধ্যযুগীয় কায়দায় বাড়ি-ঘর ভাংচুর ও বৃদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে। ভুক্তভোগী অসহায় নির্যাতিতদের অভিযোগের ভিত্তিতে গতকাল শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, নাসির,বশির ও বকুল গংদের মধ্যযুগীয় কায়দায় দেশীয় অস্ত্র হেমার ও রামদা দিয়ে বাড়ির আসবাবপত্র ভাংচুর করা হয়েছে। বিদেশী বেনিয়াদের মত রান্না ঘরের হাড়ি-পাতিল, গ্যাসের চুলা, আলমারী,ড্রেসিং টেবিল, চেয়ার, রান্না করা ভাত, সাববক্স, চৌকি, খাঁট, টেলিভিষন সহ ব্যহার্য জিনিস পত্র রামদা দিয়ে কুপিয়ে ও হ্যামার দিযে ভেঙ্গে তছনছ করেছে।
অভিযোগকারী ইকরাম বলেন,আমার বৃদ্ধা মা (রাহাতন নেছা) যার বয়স ৯৯বছর ও আমার চাচী (পারভিনা) যার বয়স ৭০বছর। আমরা একটি বিয়ের দাওয়াতে বাড়ির বাইরে থাকার সুযোগে আমাদের বাড়িতে ডাকাতের মতো ঢুকে আসবাপপত্র ভাংচুর করা সহ আমার বৃদ্ধা, মা চাচীকে মার ধর করে তাদের গলার স্বর্ণের চেইন হাতের স্বর্ণের বালা জোর করে ছিনিয়ে নেয়।একই সাথে আলমারীতে ধান বিক্রি ও বাড়ি নির্মাণের ৪লক্ষাধিক টাকা ছিল,সেগুলো লৃট করেছে।
এ ছাড়া বেশ কয়েক বছর আগে আমার গ্রামের সাহাজুলের ৪বিঘা ভুটা জোর করে কেটে নেয় ওই নাসির বশির গংরা।তাদের পক্ষে কথা বলায় একই কায়দার তাদের বাড়িতেও হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে।পুর্ব পরকল্পিতভাবে মাললা দিয়ে সাহাজুলের ছেলে স্যালোকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে। শুধু আমরা নয় প্রতিবেশীদের কেউ তাদের নির্যাতন থেকে রেহায় পায় না।অন্যায় ভাবে অন্যের বাড়ি ঘর ভাংচুর করে বয়স্ক মহিলাদের লাঞ্ছিত করে নিজেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়ে রাজশাহী রেফার্ড নিয়েছেন বলে অপপ্রচার করে বেড়াচ্ছেন নির্যাতনকারী বশির। অথচ বশিরের প্রতিবেশীরা বলছেন যে মোটরসাইকেলে নিয়ে বশির গ্রামের ভিতরে ঘুরে বেডাচ্ছে।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করার জন্য যাওয়া হয় নাসির-বশিরের বাসায়। বশিরের বাসায় গেলে বশিরের বাসায় কাউকে না পেয়ে কয়েকবার কড়ানাড়া হয়। এর কিছুক্ষণ পর পাশের বাড়ি থেকে বকুল নামে এক ভদ্রলোকের স্ত্রী এসে জানান তারা কেউ বাড়িতে নেই। সাংবাদিক পরিচয় পেয়ে বকুলের স্ত্রী বশিরের স্ত্রীকে ডেকে নিয়ে আসেন। বশিরের স্ত্রী বলেন, আমার স্বামীকে তারা মারধর করেছে। আমার স্বামী হাসপাতালে ভর্তি ছিল। তাকে আজকে রাজশাহী রেফার্ড করা হবে। বশিরের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তা রিসিফ হয়নি।
এদিকে গত বৃহস্পতিবার রাত্রে উভয় পক্ষের মারামারি ও বাড়ি ভাঙচুরের খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে নাসির নামে এক জনকে কে আটক করে থানায় নেয়। এর কিছুক্ষণ পর একই গ্রামের সেলিম ওরফে স্যালো নামের একজন চুয়াডাঙ্গা সদর থানায় ভাংচুরের মামলা করতে গেলে তার বিরুদ্ধেও পূর্বে মামলা আছে বলে তাকেও পুলিশ গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত অফিসারের ইনচার্জ মাহাব্বু রহমান কাজল।