Top

ডাচ্-বাংলা ব্যাংকের লভ্যাংশ অনুমোদন

১০ জুলাই, ২০২০ ১১:১৪ পূর্বাহ্ণ
ডাচ্-বাংলা ব্যাংকের লভ্যাংশ অনুমোদন

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা চেয়ারম্যান সায়েম আহমেদের সভাপতিত্বে গত বুধবার সকালে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। মহামারি কোভিড-১৯-এর প্রকোপ থাকা সত্ত্বেও ডাচ্-বাংলা ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অংশ নেন।

বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা ২০১৯ সালের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ (১৫ শতাংশ নগদ এবং ১০শতাংশ বোনাস) প্রদানের অনুমোদন দেয়।

সভায় ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী উত্থাপন এবং শেয়ারহোল্ডাররা ব্যাংকের কার্যক্রমের ওপর আলোচনায় অংশ নেন। তারা ব্যাংকের ২০১৯ সালের কার্যক্রম নিয়ে তাদের অভিমত এবং নানা বিষয়ে প্রস্তাবনা পেশ করেন।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯০,৩৬২.০ মিলিয়ন টাকা যা পূর্ববর্তী বছরে ছিল ৩৪৬,৪৬৮.৮ মিলিয়ন টাকা যার প্রবৃদ্ধির পরিমাণ দাঁড়ায় ৪৩,৮৯৩.৩ মিলিয়ন টাকা বা ১২.৭ শতাংশ।

২০১৯ সালে ব্যাংক কর্তৃক প্রদানকৃত ঋণের পরিমাণ ২৫৬,২৩৯.৭ মিলিয়ন টাকা যা পূর্ববর্তী বছরে ছিল ২৩১,৫৫৩.৯ মিলিয়ন টাকা। যার প্রবৃদ্ধির হার দাঁড়ায় ১০.৭ শতাংশ। ২০১৯ সালে ব্যাংকের ডিপোজিট ৩৯,৬৯১.৫ মিলিয়ন টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩০২,১৫৯.২ মিলিয়ন টাকা। যা পূর্ববর্তী বছরে ছিল ২৬২,৪৬৭.৭ মিলিয়ন টাকা এবং যার প্রবৃদ্ধির হার দাঁড়ায় ১৫.১ শতাংশ।

ব্যাংক ২০১৯ সালে ট্যাক্স-পূর্ববর্তী নিট মুনাফা অর্জন করে ৭,৪৩৬.৩ মিলিয়ন টাকা যা পূর্ববর্তী বছরে ছিল ৬,৭৬৩.৬ মিলিয়ন টাকা এবং ট্যাক্স-পরবর্তী নিট মুনাফা অর্জন করে ৪,৩৪১.৪ মিলিয়ন টাকা, যা পূর্ববর্তী বছরে ছিল ৪,২০১.৪ মিলিয়ন টাকা। চলতি বছরে শেয়ারহোল্ডারদের শেয়ার প্রতি আয় হয়েছে ৮.৭ টাকা যা পূর্ববর্তী বছরে ছিল ৮.৪ টাকা।

সভা ব্যাংকের পরিচালক হিসেবে সায়েম আহমেদ, আবেদুর রশীদ খান এবং মিস ট্যাং ইয়েন হা আদার পুনর্নিয়োগ অনুমোদন করা হয়। স্বতন্ত্র পরিচালক হিসেবে ইকরামুল হক এবং মো. সেলিম, এফসিএমএ, সিপিএফএ -এর নিয়োগ অনুমোদন করা হয়।

সভা ২০২০ সালের জন্য কোম্পানির নিরীক্ষক হিসেবে মেসার্স হোদা ভাসি চৌধুরী এন্ড কোং, চার্টার্ড একাউন্ট্যান্টস এবং কর্পোরেট গভর্নেন্স নিরীক্ষক হিসেবে মেসার্স এ. কাসেম এন্ড কোং-এর নিয়োগ অনুমোদন করে।

 

শেয়ার