Top

মাগুরার শালিখাতে সংসদ সদস্যর ত্রাণ বিতরণ

২২ আগস্ট, ২০২২ ১:০১ অপরাহ্ণ
মাগুরার শালিখাতে সংসদ সদস্যর ত্রাণ বিতরণ
আরজু সিদ্দিকী, মাগুরা :

মাগুরা জেলার শালিখায় সাম্প্রতিক প্রাকৃতিক দূর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ঢেউটিন ও ত্রাণ সামগ্রী গতকাল বিতরণ করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৮ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জন প্রতি ৩ হাজার টাকা, ঢেউটিন ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এছাড়াও উপজেলার শতাধিক দরিদ্র জনগোষ্ঠীর মাঝে গো-খাদ্য, চাউল, ডাল, লবন,তৈল, চিনিসহ বিভিন্ন শুকনা খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা দুর্যোগ- ত্রাণ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ্যাডঃ কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীমলেন্দু শিকদার, শতখালি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টু প্রমূখ।

বিতরণকালে ড. শ্রী বীরেন শিকদার বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সর্বদাই অসহায়, ক্ষতিগ্রস্ত ও বিপদাপন্ন মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

শেয়ার