Top
সর্বশেষ

আমরা ফোর-ফাইভের স্টুডেন্ট না যে শিখিয়ে দিতে হবে: সাকিব

২২ আগস্ট, ২০২২ ১:৫১ অপরাহ্ণ
আমরা ফোর-ফাইভের স্টুডেন্ট না যে শিখিয়ে দিতে হবে: সাকিব
নিজস্ব প্রতিবেদক :

এশিয়া কাপের আগে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের সংবাদ সম্মেলন আলোড়ন ছড়িয়েছে বেশ। নেতৃত্ব পাওয়ার পর প্রথমবার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের মুখোমুখি সাকিব।

টি-টোয়েন্টি ক্রিকেটের পথচলায় এখনও ধুঁকছে বাংলাদেশ। সামনে দুটি বড় টুর্নামেন্ট- এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে ক্রিকেটে বইছে পরিবর্তনের হাওয়া। নতুন করে দলের সঙ্গে যুক্ত হয়েছেন টি-টোয়েন্টি পরামর্শক শ্রীধরন শ্রীরাম। দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে সরিয়ে দেওয়া হয়েছে।

নতুন কোচিং স্টাফ রাতারাতি দলের অবস্থা পরিবর্তন করতে পারবেন না। সেজন্য ক্রিকেটারদের এগিয়ে আসার আহ্বান করেছেন সাকিব।

মিরপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘দলের সবাই অনেক ক্রিকেট খেলেছে এবং আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলে, তাদের নিজেদের ধারণা থাকে কীভাবে দলকে জেতানো যায়। সবাই যার যার জায়গা থেকে সেভাবেই চেষ্টা করবে বলে মনে করি। এজন্য আলাদা করে বলে দেওয়ার কিছু নেই। আমরা ফোর-ফাইভের স্টুডেন্ট না যে আমাদের শিখিয়ে দিতে হবে। ওই জায়গায় আমরা আসলে নেই।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান ও দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ জানিয়েছেন, অধিনায়ক সাকিব নিজ থেকেই দলের পরিকল্পনা ঠিক করছেন। জায়গা ধরে ধরে কাজ করছেন। তবে সংবাদ সম্মেলনে সাকিব সেসব বিষয়ে কথা বলতে আগ্রহ দেখালেন না, ‘এই পরিকল্পনাগুলো সচরাচর কোচ ও অধিনায়ক মিলে করে থাকে। আমাদের এখানে একজন নতুন দায়িত্বে এসেছেন, তার সঙ্গে বসে এগুলো করা হবে। এরকম নির্দিষ্ট কোনও পরিকল্পনা থাকবে বলে আমার মনে হয় না।’

এবারের এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। ২০১৬ ও ২০১৮ সালে বাংলাদেশ দুই আসরে ফাইনাল খেলেছিল। এবার বাংলাদেশের খুব ভালো সময় যাচ্ছে না। শেষ ১০ টি-টোয়েন্টির আটটিতেই দল হেরেছে। সাকিবের হাত ধরে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে কি না সেটাই দেখার।

শেয়ার