Top

দেড় ঘণ্টায় লেনদেন ৬২৬ কোটি টাকার

২৪ জানুয়ারি, ২০২১ ১১:৪৫ পূর্বাহ্ণ
দেড় ঘণ্টায় লেনদেন ৬২৬ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা সাড়ে ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮৩০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৯৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২২১২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪ টির, দর কমেছে ১৫৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯৭টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৬২৬ কোটি ৮০ লাখ ৪৯ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ২৫৫ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৬৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫ টির, দর কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ২৭ কোটি ৮৩ লাখ ১২ হাজার টাকা।

শেয়ার