Top

সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২৪ আগস্ট, ২০২২ ৫:০৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর গ্রামের নেছারিয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে হেরোইনসহ মোঃ রফিকুল ইসলাম (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা।

গ্রেফতারকৃত রফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার আমনুরা লক্ষীপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর গ্রামের নেছারিয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে ৯’শ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে নগদ ৪ হাজার ৫৪৪ টাকা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

শেয়ার