Top
সর্বশেষ

পাবনার ঈশ্বরদীতে ইয়াবাসহ আটক-১

২৫ আগস্ট, ২০২২ ৫:২৫ অপরাহ্ণ
পাবনা প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদীতে ইয়াবাসহ মনির নামের এক ইয়াবা ব‍্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে ২:৪৫ ঘটিকায় ঈশ্বরদী থানাধীন বাঘইল স্কুল পাড়া মোড় থেকে মোস্তাক আহমেদ মনির (৩৯) পিতা মৃত আবু ইউসুফ গ্রাম- সাখাড়ী পাড়া, থানা- আতাইকুলা জেলা – পাবনা কে আটক করে পুলিশ। এ সময় তাকে তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে থাকা ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পাবনা জেলা কে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে, পুলিশ সুপার পাবনা (অতিরিক্ত ডি আই জি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম (আই সি পাকশি পুলিশ ফাঁড়ি) এস আই/মোতালেব হোসেন এবং সঙ্গীয় ফোর্স।

আটককৃত আসামির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

শেয়ার