Top

সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২৬ আগস্ট, ২০২২ ৪:০৭ অপরাহ্ণ
সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডা মোড় এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ শ্রী ভবেশ রায় (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা।

গ্রেফতারকৃত ভবেশ রায় রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার পরমানন্দপুর রামপাড়া গ্রামের মৃত ঝড়– রায়ের ছেলে। র‌্যাব-১২’র মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডা মোড় এলাকায় অভিযান চালিয়ে ৯৫ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার