নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখারচর গ্রামে গৃহবধূকে মরিচের গুড়া দিয়ে নির্যাতন করেছে স্বামী অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৬ আগষ্ট) ২ দুপুরের দিকে লোহাগড়া উপজেলার পাংখার চর গ্ৰামের মিজানুর কাজীর ছেলে মনির কাজী তার স্ত্রী সাবিনা ইয়াসমিন কে মারপিট করে ক্ষতস্থান সহ নির্মমঙ্গে মরিচের গুঁড়া লাগিয়ে দেয়।
সাবিনা ইয়াসমিন এর আত্মচিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে যান্ত্রিক চালিত পানির পাম্প চালিয়ে তার শরীরের যন্ত্রণা কিছুটা নিবারণ করেন।
বিষয়টি, লোহাগড়া থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার সহ গৃহবধূর স্বামী মনির কাজী কে আটক করে থানায় নিয়ে আসে এবং সাবিনা ইয়াসমিনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করেন।
এঘটনায় সাবিনা ইয়াসমিনের মা মমতাজ বাদী হয়ে অভিযুক্ত মনির কাজীর বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন।
এ ব্যাপারে, আহত সাবিনা ইয়াসমিন বলেন, আমার বিয়ের পর থেকে এ পর্যন্ত আমার স্বামী মনির কাজী ব্যবসা করবে বলে আমাকে চাপ সৃষ্টি করে ৫ বারে ২ লক্ষ টাকা নিয়েছে। আজ শুক্রবার ২৬ আগষ্ট পূনরায় বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা এনে দিতে বলে। আমি তাকে বলি আমার বাবা নাই মা অনেক কষ্ট করে সংসার চালায় আমরা এত টাকা কোথায় পাবো তখনই আমাকে ঘরের ভিতর নিয়ে খাটের উপর হাত-পা রশি দিয়ে বেঁধে দরজা বন্ধ করে মারপিট করে এবং আমার ক্ষতস্থান সহ নির্মমঙ্গে মরিচের গুঁড়া লাগিয়ে দেয়।
আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি আমার স্বামী মনির কাজীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য যা দেখে অন্য নির্যাতনকারী স্বামীরা সাবধান হয়ে যায়।