Top

যদি ব্যালটে ভোট চুরি হয় তাহলে ইভিএমে ডাকাতি হয়: শামা ওবায়েদ

২৭ আগস্ট, ২০২২ ৬:১৪ অপরাহ্ণ
যদি ব্যালটে ভোট চুরি হয় তাহলে ইভিএমে ডাকাতি হয়: শামা ওবায়েদ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি :

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ইভিএম বা কোন ইকেট্রনিক ভোটিং মেশিন বাংলাদেশের মাটিতে চলবে না। যদি ব্যালটে চুরি হয় তাহলে এভিএমে ডাকাতি হয়। এই ডাকাতি ব্যবসা বাদ দিতে হবে, বন্ধ করতে হবে।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শনিবার (২৭ আগস্ট) সকালে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় উপজেলা বিএনপির আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ আরো বলেন, জিনিসপত্রের দাম তখনই কমবে, যখন শেখ হাসিনা ক্ষমতা থেকে নামবে। ভেলের দাম, পানির দাম ও গ্যাসের দাম কমবে, যখন শেখ হাসিনা যাবে। দেশে গুম-হত্যা, মামলা-হামলা ও রাহাজানি বন্ধ হবে, যখন শেখ হাসিনা যাবে। সুতরং আজকে যদি দেশে শান্তিপ্রতিষ্ঠা করতে হয়, দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, ভোটার অধিকার কায়েম করতে হয়। তাহলে একটাই উপায়- দেশনেত্রী খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশে সরকার প্রতিষ্ঠিত করতে হবে।

সমাবেশের আগে বিশাল এক বিক্ষোভ মিছিল বের করে শান্তিপূর্ণ ভাবে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সদরের পেট্রোল পাম্প মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক হাফিজুর রহমান শরীফ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আলিমুজ্জামান সেলু, জেলা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক ও নগরকান্দা পৌর যুবদলের আহবায়ক হেলালুদ্দিন হেলাল, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ প্রমূখ।

অন্যদিকে, শনিবার (২৭ আগস্ট) বেলা ১২টার দিকে কেন্দ্রীয় কৃষকদলের সাধারন সম্পাদক ও বিএনপ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে নগরকান্দা উপজেলা সদরে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

শেয়ার