Top
সর্বশেষ

আজকের শিশুদের আগামীর জন্য গড়ে তোলতে হবে : পাচউবো চেয়ারম্যান

২৭ আগস্ট, ২০২২ ৯:১১ অপরাহ্ণ
আজকের শিশুদের আগামীর জন্য গড়ে তোলতে হবে : পাচউবো চেয়ারম্যান
রাঙামাটি প্রতিনিধি :

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন-আজকের শিশুদের আগামীর জন্য গড়ে তোলতে হবে। কারণ শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ।

শনিবার (২৭আগষ্ট) সন্ধ্যায় এসো গান শিখি সংঙ্গীত বিদ্যাপিঠ এর আয়োজনে রাঙামাটি শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত বিশ^ কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর প্রয়াণ দিবস উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরুষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চেয়ারম্যান বলেন-এখন শোকের মাস চলছে। শোকের মাসকে আমাদের শক্তিতে পরিণত করতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ বিশে^ দরবারে স্থান করে নিয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল এসব উন্নয়ন সরকারের বড় সাফল্য। অতীতে কোন সরকারের পক্ষে এরকম উন্নয়ন করা সম্ভব হয়নি।

প্রতিযোগী শিশুদের উদ্দেশ্যে চেয়ারম্যান বলেন- সংস্কৃতি, সংঙ্গীত এসব আমাদের ঐতিহ্য বহন করে। আমাদের সংস্কৃতি ধরে রাখতে হলে সংঙ্গীত চর্চা বাড়াতে হবে।

এসো গান শিখি বিদ্যা পিঠ এর সভাপতি এবং সাপ্তাহিক পাহাড়ের সময় এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মিল্টন বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- বাংলাদেশ বেতার রাঙামাটি অঞ্চলের উপ-পরিচালক মো. সেলিম, সিপিবি রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া শংকর, নানিয়ারচর সরকারি কলেজের প্রভাষক বন্যা বড়ুয়া, এসো গান শিখি বিদ্যা পিঠ এর সহ-সভাপতি মৃদুল ধর, বিমল ঘোষ। অনুষ্ঠানে স্বাগত বত্তব্য রাখেন- এসো গান শিখি সংঙ্গীত বিদ্যাপিঠ এর সাধারণ সম্পাদক আশিষ দে।

শেয়ার