স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ‘আওয়ামীলীগ সরকারের আমলে গৃহহীনেরা ঘর পেয়েছে, কৃষকেরা পেয়েছে সার, বিদ্যুৎ পেয়েছে। আর- বিএনপির সময় সারের জন্য কৃষককে জীবন দিতে হয়েছে।’
আজ রবিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী এসময় বলেন, বিএনপি জামায়াত জোটের সময় সিরিজ বোমা হামলা হয়েছে, গ্রেনেড হামলা করা হয়েছে, বহু লোক মৃত্যুবরণ করেছে।
সম্মেলনে মন্ত্রী করোনা প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশে অর্থনীতি এখনো ৬ ডিজিটের উপরে। সারা পৃথিবী করোনার আঘাতে অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত, মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত। কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ঠিক আছে, মজবুত আছে। যেখানে পৃথিবীর বড় বড় রাষ্ট্র আমেরিকা, চায়না ,ভারত মাইনাসে চলে গেছে, সেখানে বাংলাদেশের অর্থনীতির অবস্থা অনেক ভালো।’
‘আমাদের বিশ্বাস, আমরা জানি, বাংলাদেশে এত উন্নয়ন হয়েছে, বাংলাদেশের মানুষ এতটা উন্নয়ন পেয়েছে প্রতিটি সেক্টরে অবশ্যই বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে, নৌকায় ভোট দেবে এবং শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় এনে প্রধানমন্ত্রী করবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।’
দিঘী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুস সালাম, পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুব মহিলালীগের সভাপতি রোমেজা আক্তার মাহিন, সাধারণ সম্পাদক সালেহা জাহান, উপজেলা মহিলালীগের সভাপতি সালমা বেগম, উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমানসহ আরও অনেকেই।