Top

বগুড়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা

২৯ আগস্ট, ২০২২ ১:৪২ অপরাহ্ণ
বগুড়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা
বগুড়া প্রতিনিধি :

বগুড়ায় হারুন ফকির(৪৫) নামে এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে দুপচাঁচিয়া উপজেলার করমজী গুনাহার সড়কের পাশে একটি ধানের ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হারুন ইসলামপুর বড়বাড়িয়া এলাকার মৃত মঈন ফকিরের ছেলে। পুলিশের ধারণা ভ্যান ছিনতাই অথবা পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে।

জানা গেছে, রোববার (২৮ আগস্ট) বিকেল ৫ টার পর হারুন ফকির ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন।এরপর রাতে তিনি বাড়ি ফেরেননি। সোমবার সকালে ধানক্ষেতে তার মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দেয়া হলে মরদেহ উদ্ধার করা হয় এবং পার্শ্বের এক জঙ্গলে তার ভ্যান গাড়িটি পাওয়া যায়। তবে ভ্যানে থাকা ৪ টি ব্যাটারি পাওয়া যায়নি।

দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, নিহত ভ্যান চালকের শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে। তাকে পেটে, পিঠে, মাথায় ছুরিকাঘাতসহ পায়ের রগ কেটে দেয়া হয়েছে। তার ব্যবহৃত ভ্যান ঘটনাস্থলের কিছু দূরের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, আমাদের ধারণা পূর্ব শত্রুতা অথবা ভ্যান ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে। তবে খুব শীঘ্রই হত্যার রহস্য উদঘাটন করা হবে। এজন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

শেয়ার