Top

সাপাহারে সততা সংঘের আলোচনা সভা

২৯ আগস্ট, ২০২২ ১:৪৮ অপরাহ্ণ
সাপাহারে সততা সংঘের আলোচনা সভা
প্রদীপ সাহা, সাাপাহার (নওগাঁ) :

“সততা চর্চা হোক জীবনের ব্রত” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে “সততা সংঘ” গঠনের লক্ষে আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলহাজ্ব নুরল হক মাষ্টারের সভাপতিত্বে সৃষ্টি একাডেমীতে “সততা সংঘ”এর শুভ উদ্বোধন ও ১১সদস্য বিশিষ্ট সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি মোহাম্মদ মাহমুদুর রহমান উপ পরিচালক দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁ।

বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন আল মামুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি আব্দুল জলিল সাবেক অধ্যক্ষ চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজ, সহ সভাপতি অধির চৌধুরী, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি ও চ্যানেল আই প্রতিনিধি ইমরুল কায়েশ,থানার (তদন্ত) ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, সৃষ্টি একাডেমীর প্রধান শিক্ষক ইসফাত জেরিন মিনা প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল খালেক।

শেয়ার