Top
সর্বশেষ

কে দুর্বল, কে শক্তিশালী এসব ভাবছি না: রশিদ খান

৩০ আগস্ট, ২০২২ ৩:৩০ অপরাহ্ণ
কে দুর্বল, কে শক্তিশালী এসব ভাবছি না: রশিদ খান
নিজস্ব প্রতিবেদক :

নিজেদের প্রথম ম্যাচে আফগানদের সামনে ব্যাটে-বলে কোন বিভাগেই পাত্তা পায়নি শ্রীলঙ্কা। এমন হারের পর সংবাদ সম্মেলনে এসে টাইগার বোলারদের নিয়ে বিষ্ফোরক মন্তব্য করে বসেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। সেদিন তিনি জানান টাইগারদের বিশ্বমানের বোলার কেবল দুজনই। তবে এসব নিয়ে ভাবতে নারাজ আফগান তারকা রশিদ খান। তার মতে, ক্রিকেটে কোনো প্রতিপক্ষ সহজ নেই। সবাই কঠিন প্রতিপক্ষ।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রশিদ বলেন, ‘প্রতিপক্ষ দুর্বল না শক্তিশালী, এসব নিয়ে ভাবি না আমরা। ক্রিকেটে আপনি এটা বলতে পারবেন না। এটা এমন একটা জিনিস যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এমনকি খেলার ফলাফলও না। আমাদের জন্য সবাই কঠিন প্রতিপক্ষ। আমরা তাদেরকে সিরিয়াসলি নিই।’

‘ক্রিকেটার হিসেবে আপনি কেবল ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন। আমরা শুধু এটাই করতে পারি। আমরা এভাবে ভাবি না। আগামীকাল যদি হংকংয়ের বিপক্ষে খেলতাম তাহলে আমরা একই প্রস্তুতি নিতাম। যদি ভারতের বিপক্ষে খেললেও আমরা একই প্রস্তুতি নিতাম। আপনি যদি প্রস্তুতির বিবেচনায় কথা বলেন তাহলে দল এবং ক্রিকেটারের প্রস্তুতি সবসময় একই থাকবে।’

সম্প্রতি বাংলাদেশ দলের টি-টোয়েন্টির অধিনায়কের দায়িত্ব নিয়েছেন সাকিব আল হাসান। তিনি বাংলাদেশের জন্য ভালো কিছুই করবেন বলে মনে করছেন রশিদ। তার অভিমত, টি-টোয়েন্টিতে সাকিবের যে অভিজ্ঞতা সে একাই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে।

রশিদের ভাষ্য, ‘দেখুন, আগামীকালকের কন্ডিশনটা ভিন্ন হবে। শারজাহর কন্ডিশনটা একটু ভিন্ন। সাকিব এখন দলকে নেতৃত্ব দিচ্ছে। সে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। এটা অবশ্যই তাদের সহায়তা করবে। তার মতো একজন অভিজ্ঞ কেউ দলকে নেতৃত্ব দেয়া মানে অনেকটা পার্থক্য গড়ে দেবে।’

আফগান এই অলরাউন্ডার জানান ক্রিকেট মাঠে শুধু নিজেদের কাজটা সঠিক ভাবে করতে হবে। রশিদের ভাষ্য, ‘তবে আমরা আমাদের প্রক্রিয়া নিয়ে ভাবছি। এটাই কেবল খেলোয়াড়দের মগজে খেলে যাচ্ছে এখন। আমরা আমাদের ভূমিকা সম্পর্কে জানি, কাল আমাদের কী কাজ, সেটা সম্পর্কে আমাদের ধারণা আছে। আমরা ফলাফল নিয়ে ভাবছি না, তাদের আমরা হারাতে পারব কি না, তা নিয়েও ভাবছি না। আমরা শুধু নিজেদের শতভাগ দিতে পারি এবং খেলাটা উপভোগ করতে পারি।’

শেয়ার