Top
সর্বশেষ

জয়পুরহাটে চারটি ক্লিনিকে অভিযান

৩০ আগস্ট, ২০২২ ৪:৩৬ অপরাহ্ণ
জয়পুরহাটে চারটি ক্লিনিকে অভিযান
জয়পুরহাট প্রতিনিধি :

অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার আলোকে জয়পুরহাটে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটিতে সিলগালা, একটিতে আংশিক সিলগালা ও সবাইকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক কুন্ডুর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে সদর উপজেলা প প কমকর্তা তুলসীচন্দ্র, সিভিল সার্জনের মেডিকেল অফিসার জোবায়ের আল ফয়সাল, মেডিকেল টেকনোলজিষ্ট শ্যামল কুমার চট্টপধ্যায়ও থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

প্রতিক কুন্ডু বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে কোটালীপাড়ায় অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা করে অভিযান চালানো হচ্ছে। হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন না থাকা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হবে। তবে নিবন্ধন পেলে সেগুলো আবার চালু করতে পারবেন ব্যবসায়ীরা।

তিনি আরও বলেন, নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো যাতে সরকারের বিধিবিধান মেনে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান করে সে লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

শেয়ার