Top
সর্বশেষ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

৩০ আগস্ট, ২০২২ ৮:১৩ অপরাহ্ণ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। মোহাম্মদ নবীদের এমন উড়ন্ত সূচনা দেখে অনেকটাই শঙ্কায় বাংলাদেশের ভক্ত-সমর্থকরা। এমনকি বাংলাদেশকে আফগানদের চেয়ে সহজ প্রতিপক্ষ বলেই দাবি করেছে লঙ্কানরা। যদিও, আফগান স্পিনার রশিদ খান বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ বলায় বিস্মিতিই হয়েছেন।

তবে বাংলাদেশ দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ বলে দিয়েছেন, কে বড়, কে ছোট কিংবা কে ভালো, কে খারাপ- সবই প্রমাণ হবে মাঠে। অবশেষে বাংলাদেশ-আফগানিস্তান সেই লড়াইয়ের ক্ষণ প্রস্তুত।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মোহাম্মদ নবির সঙ্গে টস করতে নেমে জয় হলো বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানেরই এবং টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্তের বিষয়ে সাকিব আল হাসান বলেন, ‘উইকেটটা খুবই ভালো। আশা করি, আমরা যদি একটা ভালো স্কোর বোর্ডে জমা করতে পারি, তাহলে সেটা আফগানদের পক্ষে টপকানো খুবই কঠিন হবে। তিনজন পেসার এবং দুইজন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছি। আশা করি বোলিং পার্টটা ভালোই হবে। তাদের আক্রমণের বিপক্ষে আমাদের প্রস্তুতিটা ভালোভাবে নিয়েছি। তাদের বোলিং খুবই ভালো এবং দলটাও দুর্দান্ত।’

আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবি বলেন, ‘উইকেট খুবই ফ্রেশ, মাটিও ফ্রেশ। সম্ভবত উইকেটটা একটু নিচু হবে (বল নিচু হয়ে আসবে)। আশাকরি তাদেরকে (বাংলাদেশ) কম রানে বেধে রাখতে পারবো। সর্বশেষ যে ম্যাচটা খেলেছি, ওটা ছিল দুর্দান্ত। দলের আত্মবিশ্বাস খুবই উঁচুতে। একই দল নিয়েই খেলতে নামছি আমরা, কোনো পরিবর্তন নেই।’

বাংলাদেশ একাদশ

মোহাম্মদ নাইম, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমদুউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ

হযরতউলল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন-উল হক, মুজিব-উর রহমান, ফজল হক ফারুকি।

শেয়ার