নগদ ফাইন্যান্স পিএলসি নামে আরও একটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের নীতিগত অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় নতুন এ আর্থিক প্রতিষ্ঠানের নামে সম্মতিপত্র (এলওআই) দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়। কিছু প্রক্রিয়া শেষে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এলওআই ইস্যু করা হবে। পরে এ প্রতিষ্ঠানের আওতায় ‘নগদ’ এমএফএস সেবা পরিচালিত হবে বলে জানা গেছে।
জানা গেছে, ডাক বিভাগের একটি আর্থিক সেবা হিসেবে ‘নগদ’-এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) পরিচালিত হলেও নতুন আর্থিক প্রতিষ্ঠানে ডাক বিভাগ বা সরকারের কোনো মালিকানা থাকবে না। প্রতিষ্ঠানটিতে প্রস্তাবিত যেসব পরিচালকের নাম রয়েছে, তাঁরা সবাই বেসরকারি খাতের।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংক যেসব শর্ত দেবে, তার অন্যতম হলো- প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন হবে ১০০ কোটি টাকা। আগামী ৬ মাসের মধ্যে এ অর্থ জমা দিতে হবে। যে অর্থ জমা দেওয়া হবে, তা কর পরিশোধিত হতে হবে। উদ্যোক্তা ও পরিচালক হিসেবে যাঁরা থাকবেন, কেউ ঋণ বা বিলখেলাপি হতে পারবেন না। আদালত থেকে দণ্ডিত ব্যক্তির নামে শেয়ার থাকবে না। সুনির্দিষ্ট ব্যবসায়িক পরিকল্পনার আলোকে প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। এ জন্য একটি ব্যবসায়িক পরিকল্পনা দিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের নীতিমালায় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস পরিচালিত হয়ে আসছিল ব্যাংক লেড মডেল তথা একটি এমএফএস প্রতিষ্ঠানের অন্তত ৫১ শতাংশ মালিকানা ব্যাংকের থাকতে হবে। তবে নীতিমালা পরিবর্তন করে আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানের নেতৃত্বে এমএফএস সেবা পরিচালনার সুযোগ দেওয়া হয়।