Top

নেত্রকোণায় বিএনপি-পুলিশ সংঘর্ষ: আহত ৩০, আটক ১৩

০১ সেপ্টেম্বর, ২০২২ ২:০১ অপরাহ্ণ
নেত্রকোণায় বিএনপি-পুলিশ সংঘর্ষ: আহত ৩০, আটক ১৩
নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিতে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি দলীয় কর্মীরা আসতে থাকায় শহরের ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনের সড়কে সব ধরনের চলাচল বন্ধ হয়ে যায়। পরে শহরের প্রধান এ সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার উদ্দেশ্যে পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের সংঘর্ষ বাঁধে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের ছোটবাজার এলাকায় বিএনপি দলীয় কার্যালয়ের সামনের সড়কে সংঘর্ষের এ ঘটনা সংঘটিত হয়।

এ সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপারসহ ১২ জন পুলিশ সদস্য আহত হন। এছাড়া, একই সময় এ সংঘর্ষে বিএনপির ২০ জন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় বিএনপির ১৩ জনকে আটক করছে পুলিশ।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল জানান, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সময় সদরের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা সড়ক বন্ধ করে রাখে। এতে যানবাহনসহ জনগণের চলাচল বন্ধ হয়ে যায়। এসময় পুলিশ এসে সড়ক ফাঁকা করতে চাইলে পুলিশের উপর হামলা চালায় বিএনপির নেতা কর্মীরা।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেলসহ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।

শেয়ার