Top

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

০২ সেপ্টেম্বর, ২০২২ ৩:৩৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু
এস.এম.মাসুদ রানা, সিরাজগঞ্জ :

ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার তাজুরপাড়া নামক স্থানে শুক্রবার সকালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধার (৬০) মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল
১০টার দিকে কামারখন্দ উপজেলার তাজুরপাড়া চরতার ব্রিজের কাছে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

শেয়ার