Top
সর্বশেষ

অস্ট্রেলিয়ায় শ্রমিক সংকট, নেবে স্থায়ী অভিবাসী

০২ সেপ্টেম্বর, ২০২২ ৫:২৫ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ায় শ্রমিক সংকট, নেবে স্থায়ী অভিবাসী
আন্তর্জাতিক ডেস্ক :

অভিবাসনের দেশ খ্যাত অস্ট্রেলিয়া দক্ষ শ্রমিকের সংকটে ভুগছে। তাই কয়েক দশকের মধ্যে এবার সবচেয়ে বেশি স্থায়ী অভিবাসী গ্রহণের ঘোষণা দিয়েছে দেশটি।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে তারা ১ লাখ ৯৫ হাজার অভিবাসী নেবে। এটি আগের বছরের তুলনায় ৩৫ হাজার বেশি।

করোনা মহামারীর কারণে সীমান্তে কড়া পাহারা বসানোয় শ্রমিক সংকটে পড়েছে অস্ট্রেলিয়া। শ্রমিকের অভাবে স্বাস্থ্য, কৃষি ও শিল্পখাতে সবচেয়ে বেশি সংকটে পড়েছে দেশটি।

ক্যানবেরায় গত সপ্তাহে জাতীয় কর্মসংস্থান সম্মেলনে বলা হয়, দেশে ৪ লাখ ৮০ হাজার পদ খালি রয়েছে, যা গত ৫০ বছরের মধ্যে সর্বনিম্ন। কর্মীর অভাবে বিমানবন্দরে দেখা দিচ্ছে বিশৃঙ্খলা, গাছের ফল গাছেই পেকে নষ্ট হচ্ছে, হাসপাতালগুলোতে কাঙ্ক্ষিত সেবা মিলছে না।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স মন্ত্রী ক্লারে ও’নীল বলেন, চাকরিতে আমাদের প্রথম নজর অস্ট্রেলিয়ানরা। কিন্তু করোনা মহামারির ধাক্কায় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়েছে যে, আমাদের অন্য সব সম্ভাবনা বাদ দিলেও হাজার হাজার কর্মীর ঘাটতি তৈরি হয়েছে।

এমন পরিস্থিতিতে স্থায়ী অভিবাসন প্রক্রিয়ার বিকল্প নেই। দেশটির ব্যবসায়ী ও রাজনীতিকরাও চাচ্ছেন, অভিবাসনের মাধ্যমে ঘাটতি পূরণ করা হোক। এ অবস্থায় কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, করোনায় বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার ও দক্ষ শ্রমিকের ঘাটতি পূরণে প্রতি বছর ১ লাখ ৯৫ হাজার জনকে স্থায়ী অভিবাসনের আওতায় আনা হবে।

সরকারের একটি সূত্র জানিয়েছে, অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি দক্ষ কর্মী যাচ্ছে চীন, ভারত ও যুক্তরাজ্য থেকে। সরকারের এক হিসেবে দেখা যায়, করোনা মহামারী চলাকালে অভিবাসন কম হওয়া সত্ত্বেও ২০১৬ সাল থেকে এ পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ অস্ট্রেলিয়ায় প্রবেশ করেছে।

প্রসঙ্গত, ২০২১ সালে অস্ট্রেলিয়ার আদমশুমারির তথ্যে দেখা গেছে, দেশটির জনসংখ্যার অর্ধেকেরও বেশি বিদেশে জন্মগ্রহণ করেছে বা তাদের পিতা-মাতা অন্য কোনো দেশে বাস করছে। বর্তমানে ২ কোটি ৫৫ লাখ মানুষের বাস অস্ট্রেলিয়ায়।

শেয়ার