চট্টগ্রাম বন্দর দিয়ে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য আমদানি করা দুই হাজার ৮শ টন পেঁয়াজের মধ্যে ২শ টন পচে গেছে। এ পচা পেঁয়াজের দুর্গন্ধে সৃষ্টি হয়েছে জনভোগান্তি।
পচা পেঁয়াজ বাছাই করে ফেলা হয়েছে চট্টগ্রাম টিসিবি কার্যালয়ের পাশে ডোবারপাড়ে। পচা পেঁয়াজের গন্ধ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। দুর্গন্ধে অতিষ্ট স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (২ সেপ্টেম্বর) এক বাসিন্দা বলেন, দুই-তিন দিন ধরে এলাকায় পচা পেঁয়াজের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। গন্ধে আশপাশের এলাকায় কেউ টিকতে পারছে না।
টিসিবির চট্টগ্রাম কার্যালয়ের অফিস প্রধান জামাল উদ্দিন আহমেদ বাংলা বলেন, ‘আগস্ট মাসে ১১টি লটে তুরস্ক থেকে দুই হাজার ৮শ টন পেঁয়াজ আমদানি করা হয়। গত তিন দিন আগে আমরা এসব পেঁয়াজ বুঝে পেয়েছি। এর মধ্যে একটি লটে প্রায় ২শ টন পেঁয়াজ নষ্ট পাওয়া যায়। আমরা বাছাই শেষে এ ২শ টন পেঁয়াজ ময়লার ভাগাড়ে ফেলে দিয়েছি। বাকি ১০ লট পেঁয়াজ ইতিমধ্যে বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়েছে।’
তিনি বলেন, ‘নষ্ট পেঁয়াজের দায়ভার টিসিবি নেবে না। আমরা যতটুকু ভালো পেয়েছি ততটুকুর মূল্য পরিশোধ করবো। খারাপ পেঁয়াজের দায়ভার সম্পূর্ণ সরবরাহকারী প্রতিষ্ঠানের। কেননা তাদের ভুলে এসব পেঁয়াজ নষ্ট হয়েছে।’
সরকারি ট্রেডিং করপোরেশনের এই কর্মকর্তা আরও বলেন, ‘নষ্ট পেঁয়াজ ময়লার ভাগাড়ে ফেলা হয়। সেখানে দুর্গন্ধ ছড়ানোর অভিযোগ উঠেছে। এ কারণে এসব পেঁয়াজ মাটিচাপা দেওয়া হচ্ছে। আজ রাতের মধ্যে মাটিচাপা দেওয়া সম্পন্ন হলে আর দুর্গন্ধ ছড়াবে না।’